শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির প্রথম সভা Logo নারী শিক্ষার্থীদের কটুক্তির প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের মানববন্ধন  Logo তারেক রহমান ও টুকুর খালাসে শিয়ালকোলে মিষ্টি বিতরণ Logo জাবির হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মানহানি, ছাত্রদলীয় প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ Logo স্বাস্থ্যসেবা বঞ্চিত কয়রার জনগণ, নিরসনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  Logo জবির দু’টি হলের কাজ আনুষ্ঠানিক ভাবে সেনাবাহিনীর কাছে হস্তান্তর Logo সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে আমাদের নিয়োগের কাজ হচ্ছে: রাবি উপাচার্য Logo পলাশবাড়ীতে ভিডব্লিউবি তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ। Logo সাতক্ষীরায় কুখ্যাত সন্ত্রাসী কোপা মাসুদসহ গ্রেপ্তার-৩ Logo সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় কলেজ ছাত্র কারাগারে

নির্যাতন প্রতিরোধে নারীর পাশে দাঁড়ানোর বিকল্প নেই: শারমীন মুরশিদ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:৫৫:১৫ পূর্বাহ্ণ, বুধবার, ৭ মে ২০২৫
  • ৭৫৪ বার পড়া হয়েছে
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীর প্রতি সহিংসতা, নারী ও শিশুনির্যাতন প্রতিরোধ করতে নারীর পাশে দাঁড়ানোর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার মেয়েদের নিরাপত্তা, নিশ্চয়তা, কর্মপরিবেশ ও তাদের ক্ষমতায়নে যোগ্য করে তুলতে কাজ করে যাচ্ছেন।

মঙ্গলবার (৬ মে) রাজধানীর স্থানীয় এক হোটেলে কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি সংক্রান্ত কনভেনশন-১৯০ এর উপর সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

শারমীন মুরশিদ আরো বলেন, তাই প্রাসঙ্গিকভাবে আইএলও কনভেনশন-১৯০ লিঙ্গ সমতা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে লিঙ্গ ভিত্তিক সহিংসতা ও হয়রানি মোকাবেলায় বাংলাদেশের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলশ্রুতিতে কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা ও হয়রানি, মজুরি বৈষম্য এবং সীমিত আইনি সুরক্ষার মতো চ্যালেঞ্জগুলো আইএলও কনভেনশন-১৯০ অনুসমর্থনের তাগিদকে আরো স্পষ্ট করে তোলে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ শ্রম আইন সংশোধনের জন্য কাজ করছে, সেইসঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর প্রতি সকল ধরনের যৌন হয়রানি প্রতিরোধে কাজ করছে।

তিনি বলেন, নারী ও শিশুদের অনেক বেশি যোগ্য ও দক্ষ করে গড়ে তুললে কর্মক্ষেত্রে অনেক বেশি কর্মযোগ্য হয়ে উঠবে। তাদের জন্য আমাদের একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডস কমিটির উদ্যোগে এবং আইএলও বাংলাদেশ কান্ট্রি অফিসের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, আইএলও কান্ট্রি ডিরেক্টর তুওমো পাওতিযেনেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক, ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ড কমিটির সদস্য চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির প্রথম সভা

নির্যাতন প্রতিরোধে নারীর পাশে দাঁড়ানোর বিকল্প নেই: শারমীন মুরশিদ

আপডেট সময় : ১০:৫৫:১৫ পূর্বাহ্ণ, বুধবার, ৭ মে ২০২৫
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীর প্রতি সহিংসতা, নারী ও শিশুনির্যাতন প্রতিরোধ করতে নারীর পাশে দাঁড়ানোর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার মেয়েদের নিরাপত্তা, নিশ্চয়তা, কর্মপরিবেশ ও তাদের ক্ষমতায়নে যোগ্য করে তুলতে কাজ করে যাচ্ছেন।

মঙ্গলবার (৬ মে) রাজধানীর স্থানীয় এক হোটেলে কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি সংক্রান্ত কনভেনশন-১৯০ এর উপর সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

শারমীন মুরশিদ আরো বলেন, তাই প্রাসঙ্গিকভাবে আইএলও কনভেনশন-১৯০ লিঙ্গ সমতা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে লিঙ্গ ভিত্তিক সহিংসতা ও হয়রানি মোকাবেলায় বাংলাদেশের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলশ্রুতিতে কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা ও হয়রানি, মজুরি বৈষম্য এবং সীমিত আইনি সুরক্ষার মতো চ্যালেঞ্জগুলো আইএলও কনভেনশন-১৯০ অনুসমর্থনের তাগিদকে আরো স্পষ্ট করে তোলে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ শ্রম আইন সংশোধনের জন্য কাজ করছে, সেইসঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর প্রতি সকল ধরনের যৌন হয়রানি প্রতিরোধে কাজ করছে।

তিনি বলেন, নারী ও শিশুদের অনেক বেশি যোগ্য ও দক্ষ করে গড়ে তুললে কর্মক্ষেত্রে অনেক বেশি কর্মযোগ্য হয়ে উঠবে। তাদের জন্য আমাদের একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডস কমিটির উদ্যোগে এবং আইএলও বাংলাদেশ কান্ট্রি অফিসের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, আইএলও কান্ট্রি ডিরেক্টর তুওমো পাওতিযেনেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক, ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ড কমিটির সদস্য চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।