আমিনুর রহমান নয়ন:
দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ রিনা বেগম (৩৮) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে দর্শনার আজমপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক রিনা বেগম আজমপুর গ্রামের আলম হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আজমপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৩ কেজি গাঁজা এবং গাঁজা পরিমাপের কাজে ব্যবহৃত একটি পুরাতন ডিজিটাল পরিমাপক মেশিনসহ রিনা বেগমকে তার বসতবাড়ির সামনের পাকা রাস্তার উপর হতে আটক করা হয়।
জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। এ ঘটনায় আটক রিনা বেগমের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন।