নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপির একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার আগারগাঁওস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে এই প্রতিনিধি দল বৈঠকে অংশ নিচ্ছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনের জন্য একটি গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি করার পাশাপাশি জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে এই আলোচনা। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে দুই পক্ষ কথা বলবে বলে জানানো হয়েছে।
এর আগে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, সকাল ৯টায় নির্বাচন কমিশনে অনুষ্ঠিত এই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে যোগ দেবে বিএনপির প্রতিনিধিদল।