মঙ্গলবার | ২ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে Logo বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় ৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নোবিপ্রবির আধুনিকায়নে ৩৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ

ইবিতে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩৪:২৬ অপরাহ্ণ, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৭৭৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঐক্য, শিক্ষা, শান্তি ও প্রগতির মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা।

শনিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে শাহ আজিজুর রহমান হলের বটতলা প্রাঙ্গণে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক বশির আহমদ। এছাড়াও ইবি সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী ও শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইবি সংসদের সাধারণ সম্পাদক নুরে আলম।

অনুষ্ঠানে ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, ক্যাম্পাসে আসার পরেই ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ার সুযোগ হয়। পরবর্তীতে প্রশাসনের বিরুদ্ধে বর্ধিত ফি প্রত্যাহারের আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় ছাত্র ইউনিয়ন। দল সংগঠন অনেক আছে কিন্তু সাধারণ শিক্ষার্থী ও মেহনতি মানুষের কথা ভেবে কয়জন রাজনীতি করে? ১৯৫২ থেকে আজ অবধি মৌলিকতা বজায় রেখে ছাত্র ইউনিয়ন যে পথচলাকে সঙ্গী করেছে, আমরাও তেমনি একটি বৈষম্যহীন রাষ্ট্র চাই। শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে আমরা ছাত্র ইউনিয়নের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাব।

শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ইতিহাস আমাদের ৫২ এর ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে। মহান মুক্তিযুদ্ধেও তাদের নিজস্ব গেরিলা বাহিনী ছিল। ৭৩ সালের আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধেও রাজধানী ঢাকায় অলিউর ও কাদের নামে তাদের দুজন শহীদ হয়। ছাত্র ইউনিয়ন সবসময় শিক্ষার্থীদের পক্ষে কাজ করার চেষ্টা করে আসছে। তারা সবসময়ই অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেয়। আমি ছাত্র ইউনিয়নের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

প্রধান অতিথি বশির আহমেদ বলেন, ৫২র ভাষা আন্দোলনের পরে ছাত্র ইউনিয়নের জন্ম হলেও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ তার আগে থেকেই সরব ছিলেন। ভাষা সৈনিক আব্দুল মতিন ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। এই বাংলাদেশে ছাত্র ইউনিয়নই একমাত্র সংগঠন যা কখনোই শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী কাজ করেনি। ছাত্র ইউনিয়ন সব আন্দোলনে পক্ষে থেকেছে যা রাজনীতিতে বিরল। একমাত্র সংগঠন হিসেবে ছাত্র ইউনিয়ন যে আন্দোলন সংগ্রামে জনগণের পক্ষে থাকে, অন্য কোন রাজনৈতিক দল নিজেদের নিয়ে এই দাবী করতে পারে না। চব্বিশের অভ্যুত্থানের পরে দেশে মৌলবাদী গোষ্ঠীর প্রভাব বেশ বেড়ে গেছে। এই মৌলবাদী গোষ্ঠীকে মোকাবিলা করাটাও ছাত্র ইউনিয়নের দায়িত্বের মধ্যে পড়ে যায়।

প্রসঙ্গত, ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৫২ সালের এই দিনে দেশের ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ-বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের আন্দোলন-সংগ্রামে ছাত্র ইউনিয়ন গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক

ইবিতে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ১০:৩৪:২৬ অপরাহ্ণ, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঐক্য, শিক্ষা, শান্তি ও প্রগতির মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা।

শনিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে শাহ আজিজুর রহমান হলের বটতলা প্রাঙ্গণে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক বশির আহমদ। এছাড়াও ইবি সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী ও শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইবি সংসদের সাধারণ সম্পাদক নুরে আলম।

অনুষ্ঠানে ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, ক্যাম্পাসে আসার পরেই ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ার সুযোগ হয়। পরবর্তীতে প্রশাসনের বিরুদ্ধে বর্ধিত ফি প্রত্যাহারের আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় ছাত্র ইউনিয়ন। দল সংগঠন অনেক আছে কিন্তু সাধারণ শিক্ষার্থী ও মেহনতি মানুষের কথা ভেবে কয়জন রাজনীতি করে? ১৯৫২ থেকে আজ অবধি মৌলিকতা বজায় রেখে ছাত্র ইউনিয়ন যে পথচলাকে সঙ্গী করেছে, আমরাও তেমনি একটি বৈষম্যহীন রাষ্ট্র চাই। শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে আমরা ছাত্র ইউনিয়নের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাব।

শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ইতিহাস আমাদের ৫২ এর ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে। মহান মুক্তিযুদ্ধেও তাদের নিজস্ব গেরিলা বাহিনী ছিল। ৭৩ সালের আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধেও রাজধানী ঢাকায় অলিউর ও কাদের নামে তাদের দুজন শহীদ হয়। ছাত্র ইউনিয়ন সবসময় শিক্ষার্থীদের পক্ষে কাজ করার চেষ্টা করে আসছে। তারা সবসময়ই অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেয়। আমি ছাত্র ইউনিয়নের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

প্রধান অতিথি বশির আহমেদ বলেন, ৫২র ভাষা আন্দোলনের পরে ছাত্র ইউনিয়নের জন্ম হলেও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ তার আগে থেকেই সরব ছিলেন। ভাষা সৈনিক আব্দুল মতিন ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। এই বাংলাদেশে ছাত্র ইউনিয়নই একমাত্র সংগঠন যা কখনোই শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী কাজ করেনি। ছাত্র ইউনিয়ন সব আন্দোলনে পক্ষে থেকেছে যা রাজনীতিতে বিরল। একমাত্র সংগঠন হিসেবে ছাত্র ইউনিয়ন যে আন্দোলন সংগ্রামে জনগণের পক্ষে থাকে, অন্য কোন রাজনৈতিক দল নিজেদের নিয়ে এই দাবী করতে পারে না। চব্বিশের অভ্যুত্থানের পরে দেশে মৌলবাদী গোষ্ঠীর প্রভাব বেশ বেড়ে গেছে। এই মৌলবাদী গোষ্ঠীকে মোকাবিলা করাটাও ছাত্র ইউনিয়নের দায়িত্বের মধ্যে পড়ে যায়।

প্রসঙ্গত, ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৫২ সালের এই দিনে দেশের ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ-বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের আন্দোলন-সংগ্রামে ছাত্র ইউনিয়ন গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে।