রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে শনিবার (২৬ এপ্রিল) সকালে ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর আলোচনায় তিনি এ কথা বলেন।
তাহের বলেন, আলোচনার মাধ্যমে সংস্কার প্রক্রিয়া সফল করতে যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত দলটি।
এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরির চেষ্টা চলছে। এর মূল লক্ষ্য একটি জাতীয় সনদে উপনীত হওয়া।