বুধবার | ৩ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে

গুচ্ছ ভর্তিচ্ছুদের জন্য প্রশংসনীয় উদ্দ্যোগ ইবির ছাত্রসংগঠনগুলোর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২১:৪২ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৭৯৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কেন্দ্রে আসন্ন গুচ্ছভু্ক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের গুচ্ছ ভর্তিচ্ছুদের জন্য নানা আয়োজন করেন ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। এছাড়াও শিক্ষার্থীদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন ও আবাসনের ব্যবস্থাসহ নিয়েছে নানা উদ্যোগ।

দেখা যায়, প্রধান ফটকের দুই পাশেঈ ইবিতে ক্রিয়াশীল ৭টি ছাত্র সংগঠনের জন্য স্টল বরাদ্দ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এগুলোর মধ্যে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদ তথ্য কেন্দ্র, শাখা ছাত্রদলের শহীদ ওয়াসিম সহায়তা কেন্দ্র ও শহীদ মুগ্ধ পানি কর্ণার, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, ইসলামী ছাত্র আন্দোলনের শহীদ ওসামা হেল্প ডেস্ক, জমিয়তে তালাবায়ে আরাবিয়া ও খেলাফতে মজলিস ভর্তিচ্ছুদের সহায়তার জন্য বুথ স্থাপন।

পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা স্বরূপ কলম প্রদান ও সুপেয় পানি সরবরাহের পাশাপাশি নানামুখী ভর্তি সহায়তা দিতে দেখা যায় বুথগুলো থেকে। বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের তথ্য সরবরাহ ও সঙ্গে আসা অভিভাবকদের জন্য বিশ্রাম, সুপেয় পানি, শরবতের ব্যবস্থা করা হয়। এতে পরীক্ষার্থীরা যেমন উপকৃত হয়েছেন, তেমনি অভিভাবকদের মাঝেও ছিল স্বস্তিবোধ । এছাড়াও পরীক্ষা চলাকালীন বই, মোবাইল, ঘড়িসহ ইলেকট্রনিক সামগ্রী জমা রাখার সুবিধাও দেওয়া হয়েছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাই শহীদদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শহীদ আবু সাঈদ তথ্য কেন্দ্র স্থাপন করেছি। একইসাথে হেল্প কার্ডে আমাদের দায়িত্বপ্রাপ্তদের নাম, মোবাইল নাম্বার দেওয়া আছে যেন তারা সহজেই আমাদের সেবা পেতে পারে। পাশাপাশি আমাদের হ্যান্ডবিলে ফ্যাসিস্ট ও দোসরদের বিচারের দাবি এবং প্রোক্লেমেশনের জনমত গঠনের চেষ্টা করছি৷ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভকামনা।

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, ইবিতে ভর্তি পরীক্ষা দিতে আসা ভাই-বোন এবং তাদের অভিভাবকদের শুভেচ্ছা জানাই। তারা দীর্ঘ একটি সময় ধরে পরিশ্রম করেছে, মহান আল্লাহ তাদের সহায় হোক। ফ্যাসিস্টের সময় আমরা এত আনন্দঘন ভাবে শিক্ষার্থীদের সাথে কাজ করতে পারিনি৷ ইসলামী ছাত্র আন্দোলন সব সময় তাদের পাশে আছে।
শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীবান্ধব রাজনীতি করে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা এখানে বুথ দিয়েছি। বলছে তাদের জন্য ফুল, কলম, স্যালাইন, ওষুধ ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। দূরদূরান্ত থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কষ্ট লাঘবে ছাত্রদল সাধ্যমতো সব সময় তাদের পাশে আছে।

ইবি শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য গিফট হিসেবে কলম রেখেছি, চকলেট রেখেছি। এছাড়াও অভিভাবকদের জন্য পানীয়ের ব্যবস্থা করেছি৷ তারা আমাদের কাছে মোবাইল, ব্যাগ ইত্যাদি জমা রাখতে পারছে। তারা যে ধরনের সহযোগিতা আমাদের কাছে প্রত্যাশা করছে তা মোটামুটি করার চেষ্টা করছি আমরা।

ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের ফলে আমরা মুক্ত স্বাধীনভাবে সাংগঠনিক কার্যক্রম করতে পারছি৷ আমাদের বুথে আমরা পানি, কলম, স্যালাইন এবং সাংগঠনিক কিছু লিফলেট রেখেছি। এত গোছালো আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।

বুথ পরিদর্শন করে উপাচার্য ড. নকীব নসরুল্লাহ বলেন, প্রতিটি সংগঠনের আলাদা আলাদা রাজনৈতিক আদর্শ আছে তবে সব কিছু ঊর্ধ্বে হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থ। ছাত্র সংগঠনগুলো যে ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদের জয় করতে পারে তা ফুটিয়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনগুলো যেভাবে শিক্ষার্থীর অভিভাবকদের সহায়তা এগিয়ে এসেছে তা দেখে আমি সত্যিই অভিভূত। এ ধরনের কার্যক্রম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইমেজ আরো বাড়িয়ে দেবে বলে আমার বিশ্বাস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

গুচ্ছ ভর্তিচ্ছুদের জন্য প্রশংসনীয় উদ্দ্যোগ ইবির ছাত্রসংগঠনগুলোর

আপডেট সময় : ০৮:২১:৪২ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কেন্দ্রে আসন্ন গুচ্ছভু্ক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের গুচ্ছ ভর্তিচ্ছুদের জন্য নানা আয়োজন করেন ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। এছাড়াও শিক্ষার্থীদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন ও আবাসনের ব্যবস্থাসহ নিয়েছে নানা উদ্যোগ।

দেখা যায়, প্রধান ফটকের দুই পাশেঈ ইবিতে ক্রিয়াশীল ৭টি ছাত্র সংগঠনের জন্য স্টল বরাদ্দ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এগুলোর মধ্যে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদ তথ্য কেন্দ্র, শাখা ছাত্রদলের শহীদ ওয়াসিম সহায়তা কেন্দ্র ও শহীদ মুগ্ধ পানি কর্ণার, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, ইসলামী ছাত্র আন্দোলনের শহীদ ওসামা হেল্প ডেস্ক, জমিয়তে তালাবায়ে আরাবিয়া ও খেলাফতে মজলিস ভর্তিচ্ছুদের সহায়তার জন্য বুথ স্থাপন।

পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা স্বরূপ কলম প্রদান ও সুপেয় পানি সরবরাহের পাশাপাশি নানামুখী ভর্তি সহায়তা দিতে দেখা যায় বুথগুলো থেকে। বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের তথ্য সরবরাহ ও সঙ্গে আসা অভিভাবকদের জন্য বিশ্রাম, সুপেয় পানি, শরবতের ব্যবস্থা করা হয়। এতে পরীক্ষার্থীরা যেমন উপকৃত হয়েছেন, তেমনি অভিভাবকদের মাঝেও ছিল স্বস্তিবোধ । এছাড়াও পরীক্ষা চলাকালীন বই, মোবাইল, ঘড়িসহ ইলেকট্রনিক সামগ্রী জমা রাখার সুবিধাও দেওয়া হয়েছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাই শহীদদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শহীদ আবু সাঈদ তথ্য কেন্দ্র স্থাপন করেছি। একইসাথে হেল্প কার্ডে আমাদের দায়িত্বপ্রাপ্তদের নাম, মোবাইল নাম্বার দেওয়া আছে যেন তারা সহজেই আমাদের সেবা পেতে পারে। পাশাপাশি আমাদের হ্যান্ডবিলে ফ্যাসিস্ট ও দোসরদের বিচারের দাবি এবং প্রোক্লেমেশনের জনমত গঠনের চেষ্টা করছি৷ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভকামনা।

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, ইবিতে ভর্তি পরীক্ষা দিতে আসা ভাই-বোন এবং তাদের অভিভাবকদের শুভেচ্ছা জানাই। তারা দীর্ঘ একটি সময় ধরে পরিশ্রম করেছে, মহান আল্লাহ তাদের সহায় হোক। ফ্যাসিস্টের সময় আমরা এত আনন্দঘন ভাবে শিক্ষার্থীদের সাথে কাজ করতে পারিনি৷ ইসলামী ছাত্র আন্দোলন সব সময় তাদের পাশে আছে।
শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীবান্ধব রাজনীতি করে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা এখানে বুথ দিয়েছি। বলছে তাদের জন্য ফুল, কলম, স্যালাইন, ওষুধ ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। দূরদূরান্ত থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কষ্ট লাঘবে ছাত্রদল সাধ্যমতো সব সময় তাদের পাশে আছে।

ইবি শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য গিফট হিসেবে কলম রেখেছি, চকলেট রেখেছি। এছাড়াও অভিভাবকদের জন্য পানীয়ের ব্যবস্থা করেছি৷ তারা আমাদের কাছে মোবাইল, ব্যাগ ইত্যাদি জমা রাখতে পারছে। তারা যে ধরনের সহযোগিতা আমাদের কাছে প্রত্যাশা করছে তা মোটামুটি করার চেষ্টা করছি আমরা।

ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের ফলে আমরা মুক্ত স্বাধীনভাবে সাংগঠনিক কার্যক্রম করতে পারছি৷ আমাদের বুথে আমরা পানি, কলম, স্যালাইন এবং সাংগঠনিক কিছু লিফলেট রেখেছি। এত গোছালো আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।

বুথ পরিদর্শন করে উপাচার্য ড. নকীব নসরুল্লাহ বলেন, প্রতিটি সংগঠনের আলাদা আলাদা রাজনৈতিক আদর্শ আছে তবে সব কিছু ঊর্ধ্বে হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থ। ছাত্র সংগঠনগুলো যে ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদের জয় করতে পারে তা ফুটিয়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনগুলো যেভাবে শিক্ষার্থীর অভিভাবকদের সহায়তা এগিয়ে এসেছে তা দেখে আমি সত্যিই অভিভূত। এ ধরনের কার্যক্রম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইমেজ আরো বাড়িয়ে দেবে বলে আমার বিশ্বাস।