আসন্ন গুচ্ছভু্ক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির সি ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে খাবার মান এবং নির্ধারিত মূল্যে খাবার বিক্রি নিশ্চিতকরণে বিভিন্ন হল ও দোকানপাট তদারকি করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবক মূলক সংগঠন কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ৯ টার দিকে লালন শাহ তদারকির মাধ্যমে কার্যক্রম শুরু করেন সংগঠনটি। এসময় শহীদ জিয়াউর রহমান হল ও সাদ্দাম হোসেনহলসহ জিয়া মোড়ের সকাল দোকানে তদারকি করা হয়।
তদারকি চলাকালীন উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ত্বকী ওয়াসীফও সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক নূর হোসাইন আল রিফাত, অর্থ সম্পাদক রাউফুল্লাহ খানসহ কার্যনির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ।
এসময় হল গুলোতে রান্না করা খাবার ও কাঁচা বাজারে শাকসবজি দেখা হয়। এছাড়াও জিয়া মোড়ের বিভিন্ন দোকানে খাবারের মান তদারকি করা হয়। এসময় সংগঠনটির পক্ষ থেকে আসন্ন ভর্তি পরীক্ষার্থীদের কাছে ন্যায্য মূল্যে খাবার বিক্রি ও মানবিক আচরণের দিকে খেয়াল রাখার আহ্বান জানানো হয়। এছাড়াও অতিরিক্ত দামে খাবার বিক্রি করলে প্রশাসন থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।
তদারকি বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম বলেন, আগামীকালকে আসন্ন গুচ্ছ সি ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে যারা পরীক্ষা দিতে আসবে তারা যেন খাবার খেতে কোনো হয়রানির শিকার না হয়, যাতে করে তারা ন্যায্য মূল্যে খাবার খেতে পারে সেই জন্যই আজকে তদারকি করা হয়েছে। সেই সাথে তাদের সাথে মানবিক আচরণ করা হয় এবং মানহীন খাবার পরিবেশন করা না হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে দোকান মালিকদের। আগামীকালকে যারা পরীক্ষা দিতে আসবে এবং ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের কারো কাছে যদি নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত মূল্য নেওয়া হলে সরাসরি সিওয়াইবির সাথে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি আরো বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীরা সচেতন হলে একটি সুন্দর ক্যাম্পাস গড়তে আমরা মূখ্য ভূমিকা পালন করতে পারবো এবং আমাদের যে কার্যক্রম সেখানে আমরা সফল হব।
সভাপতি ত্বকী ওয়াসীফ বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে আমাদের এই তদারকি চলছে। এছাড়াও গুচ্ছ ভর্তি পরীক্ষার তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আগামীকাল ভর্তি পরীক্ষার্থীদের যেকোনো সাহায্য সহযোগিতার জন্য সংগঠনটির সদস্যরা এক্টিভ থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গুচ্ছভু্ক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির সি ইউনিটের ভর্তি পরীক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে মোট ১৩১০ জন শিক্ষার্থী। পরীক্ষা শুরু হবে সকাল ১১ টায় এবং শেষ হবে ১২ টায়। তাই পরীক্ষার্থীরা সকাল ১০টা থেকে কেন্দ্রে প্রবেশ করতে পারবে।
























































