চুয়াডাঙ্গার সদর উপজেলার ৯ মাইল নামক স্থানে ঢাকাগামী পরিবহনের ধাক্কায় পাখি ভ্যানের চালক ও যাত্রী সহ দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় একজন গুরুতর জখম হয়েছেন।
নিহতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক (৬৫) এবং পাখিভ্যানে থাকা যাত্রী মহাম্মদজমা গ্রামের খন্দারপাড়ার চাল ব্যবসায়ী সরোয়ার হোসেন (৭০)।
স্থানীয় লোকজন জানিয়েছেন, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে দুজন ব্যক্তি ৯ মাইল বাজারের সিন্দুরিয়া সড়ক থেকে মহাসড়কে উঠে পাখিভ্যান যোগে সরোজগঞ্জ বাজারে দিকে যাচ্ছিল। চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা পরিবহনের সামনে পড়ে যাই পাখিভ্যানটি। এতে করে পরিবহনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাখি ভ্যানসহ দুজন ব্যক্তিকে পিষ্ঠে করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনাস্থলের পাশে নয়মাইল বাজারের মসজিদে ফজরের নামাজরত অবস্থায় বিকট শব্দ শুনতে পেয়ে মুসল্লিরা বেরিয়ে দেখে পাখি ভ্যানসহ দুজনের মরদেহ রক্তাক্ত অবস্থায় মহাসড়কের উপরে পড়ে আছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, অন্ধকারের কারণে ঘাতক পরিবহনটি চিনতে পারেননি তারা। তবে তারা নিশ্চিত পরিবহনের চাকায় পিষ্ট হয়ে এই দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
খবর পেয়ে সিন্দুরিয়া ক্যাম্প পুলিশ ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহগুলো উদ্ধার করে মর্গে প্রেরণ করে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।