চুয়াডাঙ্গা শহরের নিউ মার্কেটের অদূরের ফিরোজ আহাম্মেদ (২০) নামের এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহযোগীয়া রক্তাক্ত অবস্থায় নিজের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে এসে চিকিৎসা নেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে শহরের পূর্বাশা বাস কাউন্টারের সামনে এঘটনা ঘটে।
আহত ফিরোজ আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার কিরণগাছী গ্রামের টোকন আলী ছেলে।
আহত ফিরোজের পরিবারের সদস্যরা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ফিরোজ আলী ঢাকায় ফার্নিচারের ব্যবসা করেন। ঈদে চুয়াডাঙ্গায় বেড়াতে এসেছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় যাবার উদ্দেশ্য চুয়াডাঙ্গা শহরে বাসের টিকিট ক্রয় করতে এসেছিলেন তিনি। তবে কে বা কারা তাকে কোপালো আমাদের জানা নেই। কি কারণে এ ঘটনা ঘটতে পারে সেটাও আমরা জানিনা।
তারা আরও বলেন, ধারাল অস্ত্রের আঘাতে তার একটি হাত ক্ষতবিক্ষত হয়ে গেছে। চিকিৎসক দ্রুত ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
এদিকে, বিকেল ৪ টার দিকে অ্যাম্বুলেন্সযোগে ফিরোজ আহমেদকে গ্রামের বাড়ি কিরণগাছির উদ্দেশ্য সদর হাসপাতাল ত্যাগ করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নেয়া হবে।
এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা সদর পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, আজকের ঘটনা আমার জানা নেই। বিস্তারিত জানতে খোঁজ নেয়া হচ্ছে।