শিরোনাম :
Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ Logo জীবননগরে আন্ত:জেলা চোর সিন্ডিকেটের প্রধান সাগর ২ সহযোগীসহ গ্রেফতার Logo পঁচিশ বাসে করে সাত ধাপে ক্যাম্পাসে আসছে শিক্ষার্থীরা Logo জুলাই আন্দোলনে নামাজ পড়তে বাধাদানে অভিযুক্ত বরখাস্ত শিক্ষককে ফেরাতে বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু Logo বেরোবির এআইএস ক্লাবের নেতৃত্বে মিজান- আলবীর  Logo চাঁদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Logo কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারের দাবিতে অবরোধে ইবি শিক্ষার্থীরা Logo বুটেক্সে টেকসই উন্নয়নে পাটের ভূমিকা বিষয়ক সেমিনার, অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয় উপদেষ্টা Logo সাজিদ হত্যার তিন মাস; ইবি শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ 

বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশীকে বিজিবির নিকট হস্তান্তর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৫১:৫৭ অপরাহ্ণ, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৭৭২ বার পড়া হয়েছে

আমিনুর রহমান নয়ন

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হওয়া দুই বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে৷ রবিবার বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির নিকট হস্তান্তর করা হয়৷

তারা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার বড় ভোমরাশুড় গ্রামের তাপস বিশ্বাসের ছেলে তীর্থ বিশ্বাস (১৯) এবং একই গ্রামের বিদ্যুৎ কুমার বিশ্বাসের ছেলে অরিন্দম বিশ্বাস (১৯)। রবিবার বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিএসএফের আহ্বানে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মাটিলা বিওপি এবং প্রতিপক্ষ ৫৯ ব্যাটালিয়ন বিএসএফের অধীন রণঘাট কোম্পানির সাথে সীমান্ত পিলার ৫৩-এর সন্নিকটে রবিবার দুপুর ১টা হতে ১টা ৫ মিনিট পর্যন্ত কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মাটিলা কোম্পানি কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জমান এবং বিএসএফের রণঘাট কোম্পানি কমান্ডার এসি অভিষেক কুমার। পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ হতে জানানো হয় যে, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের প্রচেষ্টাকালে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় দুইজন বাংলাদেশী নাগরিক তীর্থ বিশ্বাস ও অরিন্দম বিশ্বাসকে আটক করে বিএসএফ।

সুসম্পর্কের সূত্র ধরে তাদেরকে ফেরত নেওয়ার জন্য বিএসএফ কর্তৃক বিজিবিকে আহ্বান জানানো হয়। বিজিবির কোম্পানি কমান্ডার আটক দুই বাংলাদেশী নাগরিকের জাতীয় পরিচয়পত্র এবং প্রদানকৃত মোবাইল নাম্বার যাচাই করে দুপুর ১টা ৫ মিনিটের সময় বিএসএফের নিকট থেকে তাদের গ্রহণ করেন। পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত পতাকা বৈঠক সমাপ্ত হয়।

উল্লেখ্য, বর্ণিত নাগরিকদ্বয়ের মধ্যে অরিন্দম বিশ্বাসকে অভিভাবকের নিকট এবং তীর্থ বিশ্বাসকে মহেশপুর থানা পুলিশের নিকট হস্তান্তরের করা হয়েছে৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশীকে বিজিবির নিকট হস্তান্তর

আপডেট সময় : ১০:৫১:৫৭ অপরাহ্ণ, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

আমিনুর রহমান নয়ন

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হওয়া দুই বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে৷ রবিবার বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির নিকট হস্তান্তর করা হয়৷

তারা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার বড় ভোমরাশুড় গ্রামের তাপস বিশ্বাসের ছেলে তীর্থ বিশ্বাস (১৯) এবং একই গ্রামের বিদ্যুৎ কুমার বিশ্বাসের ছেলে অরিন্দম বিশ্বাস (১৯)। রবিবার বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিএসএফের আহ্বানে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মাটিলা বিওপি এবং প্রতিপক্ষ ৫৯ ব্যাটালিয়ন বিএসএফের অধীন রণঘাট কোম্পানির সাথে সীমান্ত পিলার ৫৩-এর সন্নিকটে রবিবার দুপুর ১টা হতে ১টা ৫ মিনিট পর্যন্ত কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মাটিলা কোম্পানি কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জমান এবং বিএসএফের রণঘাট কোম্পানি কমান্ডার এসি অভিষেক কুমার। পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ হতে জানানো হয় যে, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের প্রচেষ্টাকালে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় দুইজন বাংলাদেশী নাগরিক তীর্থ বিশ্বাস ও অরিন্দম বিশ্বাসকে আটক করে বিএসএফ।

সুসম্পর্কের সূত্র ধরে তাদেরকে ফেরত নেওয়ার জন্য বিএসএফ কর্তৃক বিজিবিকে আহ্বান জানানো হয়। বিজিবির কোম্পানি কমান্ডার আটক দুই বাংলাদেশী নাগরিকের জাতীয় পরিচয়পত্র এবং প্রদানকৃত মোবাইল নাম্বার যাচাই করে দুপুর ১টা ৫ মিনিটের সময় বিএসএফের নিকট থেকে তাদের গ্রহণ করেন। পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত পতাকা বৈঠক সমাপ্ত হয়।

উল্লেখ্য, বর্ণিত নাগরিকদ্বয়ের মধ্যে অরিন্দম বিশ্বাসকে অভিভাবকের নিকট এবং তীর্থ বিশ্বাসকে মহেশপুর থানা পুলিশের নিকট হস্তান্তরের করা হয়েছে৷