শিরোনাম :
Logo আজকের নামাজের সময়সূচি Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনা করতে চায় সরকার Logo চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা Logo জবিতে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা সমঝোতার চেষ্টা শাখা ছাত্রদলের, দফায় দফায় বৈঠক Logo তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা Logo যুব সমাজের মধ্যে ইসলামী মূল্যবোধ না থাকায় আজ যুব সমাজ অধপতনে নিমর্জিত ……..কে. এম ইয়াসিন রাশেদসানী Logo কচুয়ার কাদলা ইউনিয়ন যুবদলের আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত Logo ‘পঞ্চায়েত’ আমার জীবন বদলে দিয়েছে Logo ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প Logo সারাদেশে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি

বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশীকে বিজিবির নিকট হস্তান্তর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৫১:৫৭ অপরাহ্ণ, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৭৪৮ বার পড়া হয়েছে

আমিনুর রহমান নয়ন

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হওয়া দুই বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে৷ রবিবার বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির নিকট হস্তান্তর করা হয়৷

তারা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার বড় ভোমরাশুড় গ্রামের তাপস বিশ্বাসের ছেলে তীর্থ বিশ্বাস (১৯) এবং একই গ্রামের বিদ্যুৎ কুমার বিশ্বাসের ছেলে অরিন্দম বিশ্বাস (১৯)। রবিবার বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিএসএফের আহ্বানে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মাটিলা বিওপি এবং প্রতিপক্ষ ৫৯ ব্যাটালিয়ন বিএসএফের অধীন রণঘাট কোম্পানির সাথে সীমান্ত পিলার ৫৩-এর সন্নিকটে রবিবার দুপুর ১টা হতে ১টা ৫ মিনিট পর্যন্ত কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মাটিলা কোম্পানি কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জমান এবং বিএসএফের রণঘাট কোম্পানি কমান্ডার এসি অভিষেক কুমার। পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ হতে জানানো হয় যে, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের প্রচেষ্টাকালে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় দুইজন বাংলাদেশী নাগরিক তীর্থ বিশ্বাস ও অরিন্দম বিশ্বাসকে আটক করে বিএসএফ।

সুসম্পর্কের সূত্র ধরে তাদেরকে ফেরত নেওয়ার জন্য বিএসএফ কর্তৃক বিজিবিকে আহ্বান জানানো হয়। বিজিবির কোম্পানি কমান্ডার আটক দুই বাংলাদেশী নাগরিকের জাতীয় পরিচয়পত্র এবং প্রদানকৃত মোবাইল নাম্বার যাচাই করে দুপুর ১টা ৫ মিনিটের সময় বিএসএফের নিকট থেকে তাদের গ্রহণ করেন। পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত পতাকা বৈঠক সমাপ্ত হয়।

উল্লেখ্য, বর্ণিত নাগরিকদ্বয়ের মধ্যে অরিন্দম বিশ্বাসকে অভিভাবকের নিকট এবং তীর্থ বিশ্বাসকে মহেশপুর থানা পুলিশের নিকট হস্তান্তরের করা হয়েছে৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজকের নামাজের সময়সূচি

বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশীকে বিজিবির নিকট হস্তান্তর

আপডেট সময় : ১০:৫১:৫৭ অপরাহ্ণ, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

আমিনুর রহমান নয়ন

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হওয়া দুই বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে৷ রবিবার বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির নিকট হস্তান্তর করা হয়৷

তারা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার বড় ভোমরাশুড় গ্রামের তাপস বিশ্বাসের ছেলে তীর্থ বিশ্বাস (১৯) এবং একই গ্রামের বিদ্যুৎ কুমার বিশ্বাসের ছেলে অরিন্দম বিশ্বাস (১৯)। রবিবার বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিএসএফের আহ্বানে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মাটিলা বিওপি এবং প্রতিপক্ষ ৫৯ ব্যাটালিয়ন বিএসএফের অধীন রণঘাট কোম্পানির সাথে সীমান্ত পিলার ৫৩-এর সন্নিকটে রবিবার দুপুর ১টা হতে ১টা ৫ মিনিট পর্যন্ত কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মাটিলা কোম্পানি কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জমান এবং বিএসএফের রণঘাট কোম্পানি কমান্ডার এসি অভিষেক কুমার। পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ হতে জানানো হয় যে, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের প্রচেষ্টাকালে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় দুইজন বাংলাদেশী নাগরিক তীর্থ বিশ্বাস ও অরিন্দম বিশ্বাসকে আটক করে বিএসএফ।

সুসম্পর্কের সূত্র ধরে তাদেরকে ফেরত নেওয়ার জন্য বিএসএফ কর্তৃক বিজিবিকে আহ্বান জানানো হয়। বিজিবির কোম্পানি কমান্ডার আটক দুই বাংলাদেশী নাগরিকের জাতীয় পরিচয়পত্র এবং প্রদানকৃত মোবাইল নাম্বার যাচাই করে দুপুর ১টা ৫ মিনিটের সময় বিএসএফের নিকট থেকে তাদের গ্রহণ করেন। পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত পতাকা বৈঠক সমাপ্ত হয়।

উল্লেখ্য, বর্ণিত নাগরিকদ্বয়ের মধ্যে অরিন্দম বিশ্বাসকে অভিভাবকের নিকট এবং তীর্থ বিশ্বাসকে মহেশপুর থানা পুলিশের নিকট হস্তান্তরের করা হয়েছে৷