চাঁদপুরের কচুয়া উপজেলার সদর দক্ষিন ইউনিয়নের আওতাধীন ৪ ও ৫নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার কোমরকাশা জামালিয়া কমপ্লেক্স মাঠে ওই দুটি ওয়ার্ডের জামায়াতে ইসলামীর কয়েক শতাধিক নেতাকর্মীরা ইফতার মাহফিলে অংশগ্রহন করেন।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুস ছামাদ আযাদীর সভাপতিত্বে ও সহ-সভাপতি জসিম উদ্দিন মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতে নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসীরিনের কেন্দ্রীয় সহ-সেক্রেটারী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম,সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী সহ আরো অনেকে।
এসময় জামায়াত নেতা মনিরুজ্জামান,ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান,৫নং ওয়ার্ড সভাপতি আবু সুফিয়ান মুন্সী,ইউনিয়ন সেক্রেটারী কাউছার হামিদ সহ কয়েক শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মুহাদ্দিস আবু নছর আশরাফী।

































