এসো মিলি প্রাণের স্পন্দনে, ঐক্যের বন্ধনে’ এ স্লোগানকে সামনে রেখে গড়ে উঠা চাঁদপুর জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ফোরাম ‘চাঁদপুরে ঢাবিয়ান’ এর উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের মনজুরা ইসলামীয়া মাদরাসা ও এতিমখানায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ফোরামের সভাপতি অধ্যাপক আলমগীর হোসেন বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যাংকার গোলাম গাউস রাসেল এর সঞ্চালনায় ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাবিয়ানের উপদেষ্টা এডভোকেট ইকবাল বিন বাশার, এ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট আব্দুল্লাহিল বাকী, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, চাঁদপুরের ঢাবিয়ানের সিনিয়র সহ-সভাপতি সাইদুজ্জামান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ইমরুজ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী খান প্রমূখ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, চাঁদপুরের ঢাবিয়ানের সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ বাবর, দপ্তর সম্পাদক জাওহার আহমেদ, প্রচার সম্পাদক আনিসুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক খালেদ ইকবাল, সদস্য রাসেল হোসাইন, জসিম উদ্দীন, কায়েদ ই আজম, অলিউর রহমান, মমিনুল ইসলাম।
ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন হাঁপানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ সোহাগ মজুমদার।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে গাজায় মুসলিম নিদন- বন্দ ও চাঁদপুরের ঢাবিয়ানের পৃষ্ঠপোষক ও যমুনা গ্রুপের পরিচালক (বাণিজ্যিক) এবিএম শামসুল হাসান হিরুর রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মোস্তফা খান।
ছবির ক্যাপশন: চাঁদপুর জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ফোরাম ‘চাঁদপুরে ঢাবিয়ান’ এর উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।