চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মো. নুরুল ইসলাম দুলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কচুয়া শাখার প্রধান উপদেষ্টা মাওলানা যোবায়ের আহমাদ পাটোয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কচুয়া শাখার সেক্রেটারী গাজী মো. গোলাপ শাহ,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কচুয়া শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ পাটোয়ারী,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কচুয়া শাখার সভাপতি মো. বশির খন্দকার,ইউনিয়ন মুজাহিদ কমিটির সাধারন সম্পাদক মো. মানিক দর্জি সহ আরো অনেকে।
এসময় উপজেলা মুজাহিদ কমিটির সাধারন সম্পাদক মনির হোসেন তালুকদার,উপজেলা শ্রমিক আন্দোলনের সেক্রেটারী মাজহারুল ইসলাম সুমন ও ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক আল আমিন হোসেন সহ ওলামা মাশায়েকগন উপস্থিত ছিলেন। পরে দেশের কল্যাণ ও মানুষের শান্তি কামনা বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
ছবি: পালাখাল মডেল ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন, কচুয়া শাখার প্রধান উপদেষ্টা মাওলানা যোবায়ের আহমাদ পাটোয়ারী।