শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা Logo টেকনাফে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন সন্ত্রাসী আটক Logo মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর আটক: Logo সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা Logo বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর আত্মপ্রকাশ: যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা ও কমিটি গঠন Logo বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

যে ৫টি প্রশ্নের উত্তর খুঁজে ফেরে মন, সারাজীবন !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৭:০০ অপরাহ্ণ, সোমবার, ২০ মার্চ ২০১৭
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জন্মের পর থেকেই জীবনের ‘প্ল্যানিং’ শুরু হয়ে যায় প্রত্যেকটা মানুষের। ছোটবেলাটা যদিও খানিক নিশ্চিন্তে কেটে যায় মা-বাবার ছায়ায়, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মনের মধ্যে দানা বাঁধে নানা প্রশ্ন। তবে যে প্রশ্নগুলি সব থেকে বেশি উকি ঝুকি দেয়, তারই কয়েকটি রইল আমাদের আজকের এই প্রতিবেদনে। একবার মিলিয়ে দেখুন তো, আপনার মনেও কি এই কথাগুলোই ঘোরাফেরা করে-

১। আমি ‘বড়লোক’ কবে হব-

অবশ্যই টাকার অংকে। চাকরির প্রথম দিন থেকেই ঠিকমতো ইনভেস্টমেন্ট, সেভিংস-যাবতীয় কীর্তিকলাপ করেও যখন যথেষ্ট বলে মনে হয় না, তখন কেমন যেন মনটা ‘লটারি’ বা অন্য কোন মির‍্যকেল খোঁজে।

২। এই চাকরিটা কি ঠিক আমার জন্য-

জীবনের পথে কোন ধরনের কাজ করতে চাই, তার জন্য কী ভাবে নিজেকে প্রস্তুত করব, শেষে যখন কাজ পাব, তখন মনে হবে এই কাজের জন্যই কি এত কিছু করেছি। আবার এও মনে হতে পারে যে, এই কাজের জন্য আপনি, অল্প হলেও, বেশি শিক্ষিত।

৩। প্রেম, ভালবাসা, তারপর-

প্রেমপর্যায়ে সবই কেমন রঙিন। কিন্তু ‘কমিটমেন্ট’-এর কথা এলেই কী সব যেন মনের কোণে উঁকি মারে। ভয়-অস্বস্তি, আরও কতো কী। এবং তখনই যেন মনে হয়, এই সম্পর্ক কি ঠিক দিকেই যাচ্ছে নাকি আমরা একে অন্যের জন্য নই।

৪। বিয়ে, ফুলশয্যা, মধুচন্দ্রিমা কেটে যাওয়ার পরে-

নতুন জীবনের দিনগুলি প্রায় একই রকম হতে শুরু করেছে। নানা ধরনের গুরুজনদের প্রশ্নবাও আসতে শুরু করেছে, ‘আর কত দিন’, ‘ছেলে চাও, না মেয়ে’। নিজেরও মনে হয় তখন, ‘আমি কি এখনই সন্তান চাই’, ‘আমাদের একটিই সন্তান হবে, যাকে ভাল করে মানুষ করব’। অথচ কিছুদিন পর ডেলিভারি টেবিলে চোখ খুলেই দেখলেন দুই জোড়া চোখ প্যাটপ্যাট করে চেয়ে রয়েছে আপনার দিকে। তখন মনে হওয়া খুব স্বাভাবিক যে আগে যদি একটু জানতাম।

৫। কতদিন বাঁচব আমি-

একটু যদি জানা যেত নিজের আয়ুর কথা। তাহলে সেইমতো জীবনের সব কিছুই প্ল্যান করা যেত। আর কিছুই যদি না করতে পারা যায়, তা হলে জীবনের শেষ দিনের আগে সাধের শত্রুটিকে গুছিয়ে প্রহার করতে পারলেও বেশ আনন্দ হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

যে ৫টি প্রশ্নের উত্তর খুঁজে ফেরে মন, সারাজীবন !

আপডেট সময় : ০২:১৭:০০ অপরাহ্ণ, সোমবার, ২০ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

জন্মের পর থেকেই জীবনের ‘প্ল্যানিং’ শুরু হয়ে যায় প্রত্যেকটা মানুষের। ছোটবেলাটা যদিও খানিক নিশ্চিন্তে কেটে যায় মা-বাবার ছায়ায়, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মনের মধ্যে দানা বাঁধে নানা প্রশ্ন। তবে যে প্রশ্নগুলি সব থেকে বেশি উকি ঝুকি দেয়, তারই কয়েকটি রইল আমাদের আজকের এই প্রতিবেদনে। একবার মিলিয়ে দেখুন তো, আপনার মনেও কি এই কথাগুলোই ঘোরাফেরা করে-

১। আমি ‘বড়লোক’ কবে হব-

অবশ্যই টাকার অংকে। চাকরির প্রথম দিন থেকেই ঠিকমতো ইনভেস্টমেন্ট, সেভিংস-যাবতীয় কীর্তিকলাপ করেও যখন যথেষ্ট বলে মনে হয় না, তখন কেমন যেন মনটা ‘লটারি’ বা অন্য কোন মির‍্যকেল খোঁজে।

২। এই চাকরিটা কি ঠিক আমার জন্য-

জীবনের পথে কোন ধরনের কাজ করতে চাই, তার জন্য কী ভাবে নিজেকে প্রস্তুত করব, শেষে যখন কাজ পাব, তখন মনে হবে এই কাজের জন্যই কি এত কিছু করেছি। আবার এও মনে হতে পারে যে, এই কাজের জন্য আপনি, অল্প হলেও, বেশি শিক্ষিত।

৩। প্রেম, ভালবাসা, তারপর-

প্রেমপর্যায়ে সবই কেমন রঙিন। কিন্তু ‘কমিটমেন্ট’-এর কথা এলেই কী সব যেন মনের কোণে উঁকি মারে। ভয়-অস্বস্তি, আরও কতো কী। এবং তখনই যেন মনে হয়, এই সম্পর্ক কি ঠিক দিকেই যাচ্ছে নাকি আমরা একে অন্যের জন্য নই।

৪। বিয়ে, ফুলশয্যা, মধুচন্দ্রিমা কেটে যাওয়ার পরে-

নতুন জীবনের দিনগুলি প্রায় একই রকম হতে শুরু করেছে। নানা ধরনের গুরুজনদের প্রশ্নবাও আসতে শুরু করেছে, ‘আর কত দিন’, ‘ছেলে চাও, না মেয়ে’। নিজেরও মনে হয় তখন, ‘আমি কি এখনই সন্তান চাই’, ‘আমাদের একটিই সন্তান হবে, যাকে ভাল করে মানুষ করব’। অথচ কিছুদিন পর ডেলিভারি টেবিলে চোখ খুলেই দেখলেন দুই জোড়া চোখ প্যাটপ্যাট করে চেয়ে রয়েছে আপনার দিকে। তখন মনে হওয়া খুব স্বাভাবিক যে আগে যদি একটু জানতাম।

৫। কতদিন বাঁচব আমি-

একটু যদি জানা যেত নিজের আয়ুর কথা। তাহলে সেইমতো জীবনের সব কিছুই প্ল্যান করা যেত। আর কিছুই যদি না করতে পারা যায়, তা হলে জীবনের শেষ দিনের আগে সাধের শত্রুটিকে গুছিয়ে প্রহার করতে পারলেও বেশ আনন্দ হবে।