স্টাফ রিপোর্টার: আমিনুর রহমান নয়ন
চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিককে (৪৮) নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সদর উপজেলার গিরিশনগর গ্রামের ফাঁকা মাঠের মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে হত্যা কাজে ব্যবহৃত ১টি চাইনিজ কুড়াল, ৩টি ধরালো হাসুয়া ও ৫টি বাঁশের লাঠি। চুয়াডাঙ্গা জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতার তিন আসামি হলেন- দর্শনা থানার হুলিয়ামারী গ্রামের মিয়াপাড়ার মৃত শরিফ উদ্দিনের ছেলে তসলিমুজ্জামান ওরফে সাগর মেম্বার (৪৩), গিরিশনগর গ্রামের বাজারপাড়া আব্দুল খালেক ত্রিপুরার ছেলে বিল্লাল হোসেন মোল্লা (৫০), একই গ্রামের মোল্লাপাড়ার মৃত সাহেব আলীর ছেলে আছের উদ্দিন মান্দার (৪২)।
উল্লেখ্য, ডিজিএফ ও টিসিবির কার্ডে নাম অন্তর্ভুক্তি ও বাতিল করাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সৃষ্ট বিরোধের জেরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহিদা খাতুন মুক্তি বাদী হয়ে রবিবার সকালে দর্শনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পরপরই ডিবি ও দর্শনা থানা পুলিশের একাধিক টিম ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে নিরবিচ্ছিন্ন অভিযান শুরু করে। রবিবার দর্শনা থানাধীন গিরিশনগর গ্রামের ফাঁকা মাঠের মধ্য হতে ঘটনার সাথে জড়িত তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।