চাঁদপুরের কচুয়ায় অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে পালাখাল গ্রামের দক্ষিনপাড়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী আবুল কালামের টিনশেড কাঠের একটি ও পাশ্ববর্তী জামাল হোসেনের বসতঘর পুড়ে যায়। দুর্ঘটনায় তাদের অন্তত ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবার।
স্থানীয় সূত্র জানায়, আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে রান্না ঘরের পাকের চুলা থেকে ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে চেষ্টা করে। কচুয়া ফায়ার সার্ভিস কর্মীরা আসার পূর্বে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ততক্ষনে ঘরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ভূক্তভোগী আবুল কালাম বলেন,বৃহস্পতিবার রাতে আমরা সবাই তারাবি নামাজ পড়তে যাই। নামাজ শেষে শুনি বাড়িতে আগুন লেগেছে। আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে আমার অনেক টাকার ক্ষতিসাধন হয়েছে।
ছবি: কচুয়ার পালাখাল দক্ষিন পাড়া অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই।