বিবাহিত ব্যক্তির প্রেমে রাইমা সেন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩১:৪৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টলিউড-বলিউডে জোর গুঞ্জন প্রেম করছেন রাইমা সেন। প্রেমিকার নাম বিক্রম পুরি। দিল্লির এই হোটেল ব্যবসায়ী বিবাহিত। তবে ডিভোর্সের জন্য অপেক্ষা করছেন।

জানা যায়, কলকাতায় বিক্রম ও রাইমার প্রথম দেখা হয়। তারপর দেখা-সাক্ষাৎ ক্রমশ বাড়তে থাকে। প্রায় দু’বছর ধরে তারা ডেট করছেন বলে শোনা গেছে। তবে বিয়ে বোধহয় এখন হচ্ছে না। রাইমাও এখন ক্যারিয়ারের দিকে নজর দিতে চান। তার চেয়েও বড় কথা তারা আলাদা আলাদা শহরে থাকেন। তাই চটজলদি কোন সিদ্ধান্ত হয়তো নিচ্ছেন না।

তবে রাইমা কিন্তু প্রেম করার কথা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বিক্রমের সঙ্গে তাঁর একটা সম্পর্ক আছে। কিন্তু, সেটিকে তিনি প্রেম বলতে নারাজ। তিনি এতদিন যত পুরুষের সঙ্গে পরিচিত হয়েছেন, বিক্রম তাঁদের মধ্যে সেরা। তাঁদের দু’জনের পছন্দ অনেকক্ষেত্রেই মিলে যায়। বিক্রমের সঙ্গে কথা বলতেও রাইমার ভালো লাগে। তাঁরা রোজ কথা বলেন। সুযোগ পেলেই দেখা করেন। রাইমার মতে, বিক্রম তাঁর “4 am friend”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিবাহিত ব্যক্তির প্রেমে রাইমা সেন !

আপডেট সময় : ১১:৩১:৪৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

টলিউড-বলিউডে জোর গুঞ্জন প্রেম করছেন রাইমা সেন। প্রেমিকার নাম বিক্রম পুরি। দিল্লির এই হোটেল ব্যবসায়ী বিবাহিত। তবে ডিভোর্সের জন্য অপেক্ষা করছেন।

জানা যায়, কলকাতায় বিক্রম ও রাইমার প্রথম দেখা হয়। তারপর দেখা-সাক্ষাৎ ক্রমশ বাড়তে থাকে। প্রায় দু’বছর ধরে তারা ডেট করছেন বলে শোনা গেছে। তবে বিয়ে বোধহয় এখন হচ্ছে না। রাইমাও এখন ক্যারিয়ারের দিকে নজর দিতে চান। তার চেয়েও বড় কথা তারা আলাদা আলাদা শহরে থাকেন। তাই চটজলদি কোন সিদ্ধান্ত হয়তো নিচ্ছেন না।

তবে রাইমা কিন্তু প্রেম করার কথা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বিক্রমের সঙ্গে তাঁর একটা সম্পর্ক আছে। কিন্তু, সেটিকে তিনি প্রেম বলতে নারাজ। তিনি এতদিন যত পুরুষের সঙ্গে পরিচিত হয়েছেন, বিক্রম তাঁদের মধ্যে সেরা। তাঁদের দু’জনের পছন্দ অনেকক্ষেত্রেই মিলে যায়। বিক্রমের সঙ্গে কথা বলতেও রাইমার ভালো লাগে। তাঁরা রোজ কথা বলেন। সুযোগ পেলেই দেখা করেন। রাইমার মতে, বিক্রম তাঁর “4 am friend”