‘আরিফিন শুভ ফিটনেস অনুপ্রেরণা, শাকিব খান জীবনের’

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:০৬:১৪ অপরাহ্ণ, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৭১২ বার পড়া হয়েছে

এক যুগ ধরে অভিনয় করছেন তৌসিফ মাহবুব। কিছুদিন আগেও প্রচুর নাটকে কাজ করতেন, এখন তা কমিয়ে এনেছেন। গেল ঈদেই তার প্রমাণ পাওয়া গেছে। এবার তিনি চলছেন ভিন্ন পরিকল্পনায়। মেরিল-প্রথম আলো তারকা জরিপে এ বছর সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন তিনি। স্বপ্ন এখন বড় পর্দায়। তৌসিফের সঙ্গে গতকাল শুক্রবার দুপুরে কথা বলেছেন মনজুর কাদের

ঈদের পর তিন সপ্তাহ ছুটি কাটিয়ে শুটিংয়ে ফিরলেন তৌসিফ। থ্রিলারধর্মী নাটক, বানিয়েছেন ভিকি জাহেদ। এর আগেও এই পরিচালকের সঙ্গে কাজ হয়েছে, বরাবরই ভিন্ন রকম অভিজ্ঞতা। এবার ঢাকা শহরের নানা প্রান্তে এই নাটকের শুটিং হয়েছে। আবার কখনো ছুটে যেতে হয় পদ্মার পাড়ে। গল্পের প্রয়োজনে এমন ছোটাছুটি। তৌসিফ বললেন, ‘ভিকি জাহেদের গল্প বলার ধরন আলাদা। এই কাজটাও তার স্টাইলেরই, তবে উপস্থাপনে বরাবরের মতো রয়েছে নতুনত্ব।’

আগে দুই দিনে নাটকের শুটিং শেষ করতেন তৌসিফ। বছরখানেক ধরে ৫-৬ দিনে একই দৈর্ঘ্যের কাজ করেন, কখনো তা ৮-১০ দিনও লেগে যায়। কারণ হিসেবে একটা সময় অনেক কাজ করেছেন। সেই কাজ তাঁকে পরিচিতি যেমন দিয়েছে, তেমনি কিছু আফসোসও রয়েছে। সেই ‘গ্লানি’ থেকে মুক্তি পেতে এই কৌশল, সংখ্যা কমিয়েছেন। গেল এক মাসে তৌসিফ অভিনীত নতুন নাটক প্রচারিত হয়েছে চারটি।
২০১৩ সালে ভালোবাসা দিবসে প্রচারিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকটি রাতারাতি পরিচিতি এনে দেয় তৌসিফকে। নাটকটি দেখে সে রাতেই বন্ধুদের শুভেচ্ছায় ভরে যায় তাঁর ফোন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন, ফেসবুকে যুক্ত হয়েছেন ১০ হাজার অনুসারী। ওই নাটকের জন্য অনেক দিন প্রশংসা পেয়েছেন তিনি। এরপর প্রতি ঈদে ৮-১০টি নাটক প্রচারিত হতো তাঁর। কখনো সংখ্যাটা আরও বাড়ত। এখন নাটকের সংখ্যা কমিয়ে এনেছেন, বছরে ২-৩টির মধ্যে সীমিত রেখেছেন। কারণ, সিনেমায় অভিনয়ের প্রস্তুতি। তিনি বলেন, ‘সিনেমার কাজ অনেক সময় নিয়ে হয়। প্রি-প্রোডাকশন, চরিত্র প্রস্তুতি—সবকিছুতেই সময় লাগে। কম নাটক করার মধ্য দিয়ে আমিও একরকম সেই প্রস্তুতি নিচ্ছি। যদিও এতে আয় কমেছে, তবে দীর্ঘমেয়াদি ভাবনা থেকেই কষ্ট করে এগোচ্ছি।’

২০২১ সালে করোনা আক্রান্ত হন তৌসিফ। তাঁর ফুসফুসের ৩৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়। হাঁটাচলায় সমস্যা দেখা দেয়। সেটা কাটিয়ে ওঠার উদ্যোগ নিলেন। বলেন, ‘আবার নতুন করে হাঁটতে শিখতে হয়েছিল। তখন পাশে ছিলেন স্ত্রী জারা মাহবুব। ধানমন্ডির লেকে তিনি আমাকে হাত ধরে হাঁটাতেন। কয়েক মাস পর হাঁটাচলা স্বাভাবিক হয়।’ এরপর ঠিক করেন, সুস্থ জীবনযাপন করবেন। ছেড়েছেন ধূমপান, বদলেছেন রাতজাগার অভ্যাস। ২০২২ সালে ভর্তি হন জিমে। বলেন, ‘ওজন বেড়ে ৯৫ কেজির কাছাকাছি হয়েছিল। তখন দ্রুত জিম শুরু করি। প্রতিদিন সকালে জিম করতাম। শুটিং না থাকলে রাত ১০টার মধ্যে ঘুমাতে যেতাম, ভোরে উঠতাম। এক বছরে ১২-১৩ কেজি ওজন কমে। শরীর ভালো লাগে, কাজেও উৎসাহ পাই।’

এখন প্রতিদিন সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে জিমে যান তৌসিফ। ফিটনেসে অনুপ্রেরণা আরিফিন শুভ। তিনি বলেন, ‘বাংলাদেশে যারা সিক্স প্যাক বানাতে চায়, তাদের বড় অনুপ্রেরণা শুভ ভাই। আমিও সেই তালিকায় আছি।’ জীবনের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় অনুপ্রেরণা শাকিব খান। বলেন, ‘ভিউয়ের পেছনে ছুটতে গিয়ে ২০১৮-১৯ সালে হতাশ হয়ে পড়ি। পরে কোভিড এল, পুরো পৃথিবী থেমে গেল। তখন ভাবলাম, কী করছি! মিজানুর রহমান আরিয়ানের মতো পরিচালকের কাজ করেছি, ভালো ভিউ আসেনি, হতাশ লাগত। সেই সময় শাকিব খান বড় অনুপ্রেরণা হয়ে ওঠেন। তিনি ঝড়-ঝাপটা সামলে কাজ করে যাচ্ছেন, কাজ দিয়েই জবাব দিচ্ছেন।’ আর অভিনয়ে সবচেয়ে বড় অনুপ্রেরণা আফরান নিশো।

ঢাকার একটি স্কুল থেকে ২০০৫ সালে ও–লেভেল শেষ করেন তৌসিফ মাহবুব। ১২ বছর ধরে অভিনয় পেশা হলেও একটা সময় নিয়মিত ফুটবল খেলতেন তিনি। কলেজ ও বিশ্ববিদ্যালয়জীবনে এসে বেশি মনোযোগী হন। বন্ধুরা সবাই তাঁকে ‘ফুটবলার তৌসিফ’ হিসেবেও চিনতেন। কলেজজীবনে গিটার বাজিয়ে গানও গাইতেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় গড়ে তোলেন ব্যান্ড দ্য ম্যানেজার। সেই ব্যান্ডের হয়ে শখানেক কনসার্টে গান গেয়েছেন। ফুটবল প্রসঙ্গে তৌসিফের ভাষ্য, ঢাকা শহরের এমন কোনো মাঠ নেই, যেখানে তাঁর পা পড়েনি। বিভিন্ন টুর্নামেন্টে ফুটবল খেলার জন্য ছুটে যেতেন। কয়েকটি ক্লাবের হয়েও খেলেছেন। ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল, এ ক্ষেত্রে সবচেয়ে বড় প্রেরণা ডেভিড বেকহাম। খেলা দেখতে দেখতে এই মানুষটার স্টাইলের প্রেমেও পড়েন বলে জানালেন।

তৌসিফ এখনো ফুটবল খেলেন। জানালেন, সপ্তাহে এক দিন নিয়ম করে তাঁর ফুটবল খেলা হয়, ঢাকার বিভিন্ন জায়গায় কিছু মাঠ বানানো হয়েছে, সেখানে গিয়ে খেলেন।

কথার ফাঁকে তৌসিফ জানালেন, এরই মধ্যে বেশ কিছু চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছেন। তবে আরেকটু সময় নিতে চান। বলেন, ‘সিনেমা অনেক বড় মাধ্যম। প্রস্তুতি নিয়েই নামতে চাই। নাচের তালিম নিচ্ছি, মারপিট শিখছি। কয়েকটি নাটকে নাচ ও মারামারি করেছি, তবে তাতে পুরোপুরি সন্তুষ্ট না। আমি এখনো নিটোল প্রেমের গল্পের দিকেই বেশি টানি। তবে সব ধরনের প্রস্তুতি নিচ্ছি, দেখা যাক কী হয়।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘আরিফিন শুভ ফিটনেস অনুপ্রেরণা, শাকিব খান জীবনের’

আপডেট সময় : ০৩:০৬:১৪ অপরাহ্ণ, শনিবার, ৫ জুলাই ২০২৫

এক যুগ ধরে অভিনয় করছেন তৌসিফ মাহবুব। কিছুদিন আগেও প্রচুর নাটকে কাজ করতেন, এখন তা কমিয়ে এনেছেন। গেল ঈদেই তার প্রমাণ পাওয়া গেছে। এবার তিনি চলছেন ভিন্ন পরিকল্পনায়। মেরিল-প্রথম আলো তারকা জরিপে এ বছর সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন তিনি। স্বপ্ন এখন বড় পর্দায়। তৌসিফের সঙ্গে গতকাল শুক্রবার দুপুরে কথা বলেছেন মনজুর কাদের

ঈদের পর তিন সপ্তাহ ছুটি কাটিয়ে শুটিংয়ে ফিরলেন তৌসিফ। থ্রিলারধর্মী নাটক, বানিয়েছেন ভিকি জাহেদ। এর আগেও এই পরিচালকের সঙ্গে কাজ হয়েছে, বরাবরই ভিন্ন রকম অভিজ্ঞতা। এবার ঢাকা শহরের নানা প্রান্তে এই নাটকের শুটিং হয়েছে। আবার কখনো ছুটে যেতে হয় পদ্মার পাড়ে। গল্পের প্রয়োজনে এমন ছোটাছুটি। তৌসিফ বললেন, ‘ভিকি জাহেদের গল্প বলার ধরন আলাদা। এই কাজটাও তার স্টাইলেরই, তবে উপস্থাপনে বরাবরের মতো রয়েছে নতুনত্ব।’

আগে দুই দিনে নাটকের শুটিং শেষ করতেন তৌসিফ। বছরখানেক ধরে ৫-৬ দিনে একই দৈর্ঘ্যের কাজ করেন, কখনো তা ৮-১০ দিনও লেগে যায়। কারণ হিসেবে একটা সময় অনেক কাজ করেছেন। সেই কাজ তাঁকে পরিচিতি যেমন দিয়েছে, তেমনি কিছু আফসোসও রয়েছে। সেই ‘গ্লানি’ থেকে মুক্তি পেতে এই কৌশল, সংখ্যা কমিয়েছেন। গেল এক মাসে তৌসিফ অভিনীত নতুন নাটক প্রচারিত হয়েছে চারটি।
২০১৩ সালে ভালোবাসা দিবসে প্রচারিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকটি রাতারাতি পরিচিতি এনে দেয় তৌসিফকে। নাটকটি দেখে সে রাতেই বন্ধুদের শুভেচ্ছায় ভরে যায় তাঁর ফোন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন, ফেসবুকে যুক্ত হয়েছেন ১০ হাজার অনুসারী। ওই নাটকের জন্য অনেক দিন প্রশংসা পেয়েছেন তিনি। এরপর প্রতি ঈদে ৮-১০টি নাটক প্রচারিত হতো তাঁর। কখনো সংখ্যাটা আরও বাড়ত। এখন নাটকের সংখ্যা কমিয়ে এনেছেন, বছরে ২-৩টির মধ্যে সীমিত রেখেছেন। কারণ, সিনেমায় অভিনয়ের প্রস্তুতি। তিনি বলেন, ‘সিনেমার কাজ অনেক সময় নিয়ে হয়। প্রি-প্রোডাকশন, চরিত্র প্রস্তুতি—সবকিছুতেই সময় লাগে। কম নাটক করার মধ্য দিয়ে আমিও একরকম সেই প্রস্তুতি নিচ্ছি। যদিও এতে আয় কমেছে, তবে দীর্ঘমেয়াদি ভাবনা থেকেই কষ্ট করে এগোচ্ছি।’

২০২১ সালে করোনা আক্রান্ত হন তৌসিফ। তাঁর ফুসফুসের ৩৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়। হাঁটাচলায় সমস্যা দেখা দেয়। সেটা কাটিয়ে ওঠার উদ্যোগ নিলেন। বলেন, ‘আবার নতুন করে হাঁটতে শিখতে হয়েছিল। তখন পাশে ছিলেন স্ত্রী জারা মাহবুব। ধানমন্ডির লেকে তিনি আমাকে হাত ধরে হাঁটাতেন। কয়েক মাস পর হাঁটাচলা স্বাভাবিক হয়।’ এরপর ঠিক করেন, সুস্থ জীবনযাপন করবেন। ছেড়েছেন ধূমপান, বদলেছেন রাতজাগার অভ্যাস। ২০২২ সালে ভর্তি হন জিমে। বলেন, ‘ওজন বেড়ে ৯৫ কেজির কাছাকাছি হয়েছিল। তখন দ্রুত জিম শুরু করি। প্রতিদিন সকালে জিম করতাম। শুটিং না থাকলে রাত ১০টার মধ্যে ঘুমাতে যেতাম, ভোরে উঠতাম। এক বছরে ১২-১৩ কেজি ওজন কমে। শরীর ভালো লাগে, কাজেও উৎসাহ পাই।’

এখন প্রতিদিন সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে জিমে যান তৌসিফ। ফিটনেসে অনুপ্রেরণা আরিফিন শুভ। তিনি বলেন, ‘বাংলাদেশে যারা সিক্স প্যাক বানাতে চায়, তাদের বড় অনুপ্রেরণা শুভ ভাই। আমিও সেই তালিকায় আছি।’ জীবনের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় অনুপ্রেরণা শাকিব খান। বলেন, ‘ভিউয়ের পেছনে ছুটতে গিয়ে ২০১৮-১৯ সালে হতাশ হয়ে পড়ি। পরে কোভিড এল, পুরো পৃথিবী থেমে গেল। তখন ভাবলাম, কী করছি! মিজানুর রহমান আরিয়ানের মতো পরিচালকের কাজ করেছি, ভালো ভিউ আসেনি, হতাশ লাগত। সেই সময় শাকিব খান বড় অনুপ্রেরণা হয়ে ওঠেন। তিনি ঝড়-ঝাপটা সামলে কাজ করে যাচ্ছেন, কাজ দিয়েই জবাব দিচ্ছেন।’ আর অভিনয়ে সবচেয়ে বড় অনুপ্রেরণা আফরান নিশো।

ঢাকার একটি স্কুল থেকে ২০০৫ সালে ও–লেভেল শেষ করেন তৌসিফ মাহবুব। ১২ বছর ধরে অভিনয় পেশা হলেও একটা সময় নিয়মিত ফুটবল খেলতেন তিনি। কলেজ ও বিশ্ববিদ্যালয়জীবনে এসে বেশি মনোযোগী হন। বন্ধুরা সবাই তাঁকে ‘ফুটবলার তৌসিফ’ হিসেবেও চিনতেন। কলেজজীবনে গিটার বাজিয়ে গানও গাইতেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় গড়ে তোলেন ব্যান্ড দ্য ম্যানেজার। সেই ব্যান্ডের হয়ে শখানেক কনসার্টে গান গেয়েছেন। ফুটবল প্রসঙ্গে তৌসিফের ভাষ্য, ঢাকা শহরের এমন কোনো মাঠ নেই, যেখানে তাঁর পা পড়েনি। বিভিন্ন টুর্নামেন্টে ফুটবল খেলার জন্য ছুটে যেতেন। কয়েকটি ক্লাবের হয়েও খেলেছেন। ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল, এ ক্ষেত্রে সবচেয়ে বড় প্রেরণা ডেভিড বেকহাম। খেলা দেখতে দেখতে এই মানুষটার স্টাইলের প্রেমেও পড়েন বলে জানালেন।

তৌসিফ এখনো ফুটবল খেলেন। জানালেন, সপ্তাহে এক দিন নিয়ম করে তাঁর ফুটবল খেলা হয়, ঢাকার বিভিন্ন জায়গায় কিছু মাঠ বানানো হয়েছে, সেখানে গিয়ে খেলেন।

কথার ফাঁকে তৌসিফ জানালেন, এরই মধ্যে বেশ কিছু চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছেন। তবে আরেকটু সময় নিতে চান। বলেন, ‘সিনেমা অনেক বড় মাধ্যম। প্রস্তুতি নিয়েই নামতে চাই। নাচের তালিম নিচ্ছি, মারপিট শিখছি। কয়েকটি নাটকে নাচ ও মারামারি করেছি, তবে তাতে পুরোপুরি সন্তুষ্ট না। আমি এখনো নিটোল প্রেমের গল্পের দিকেই বেশি টানি। তবে সব ধরনের প্রস্তুতি নিচ্ছি, দেখা যাক কী হয়।’