দামেস্কে জোড়া বোমা হামলায় নিহত ৩০ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৯:২৬ অপরাহ্ণ, রবিবার, ১২ মার্চ ২০১৭
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দামেস্কের পুরান নগরীতে আজ শনিবার জোড়া বোমা হামলায় ৩০ জন নিহত ও অপর ৪০ জন আহত হয়েছেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানায়।

অবজারভেটরি জানায়, পুরান নগরীর বাব আল-সগির এলাকায় একটি রাস্তার পাশে পেতে রাখা বোমা ও অপর এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।

বাব আল-সগির এলাকায় বেশকিছু শিয়া মাজার রয়েছে। বিশ্বের বিভিন্ন স্থান থেকে এখানে শিয়া মুসলিমদের আগমন ঘটে থাকে।

বার্তা সংস্থা সানা জানায়, বাব মুসল্লায় অবস্থিত বাব আল-সগির কবরস্থানের পাশে সস্ত্রাসীদের পেতে রাখা দুটি বোমার বিস্ফোরণ ঘটলে অনেকে হতাহত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দামেস্কে জোড়া বোমা হামলায় নিহত ৩০ !

আপডেট সময় : ১২:০৯:২৬ অপরাহ্ণ, রবিবার, ১২ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

দামেস্কের পুরান নগরীতে আজ শনিবার জোড়া বোমা হামলায় ৩০ জন নিহত ও অপর ৪০ জন আহত হয়েছেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানায়।

অবজারভেটরি জানায়, পুরান নগরীর বাব আল-সগির এলাকায় একটি রাস্তার পাশে পেতে রাখা বোমা ও অপর এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।

বাব আল-সগির এলাকায় বেশকিছু শিয়া মাজার রয়েছে। বিশ্বের বিভিন্ন স্থান থেকে এখানে শিয়া মুসলিমদের আগমন ঘটে থাকে।

বার্তা সংস্থা সানা জানায়, বাব মুসল্লায় অবস্থিত বাব আল-সগির কবরস্থানের পাশে সস্ত্রাসীদের পেতে রাখা দুটি বোমার বিস্ফোরণ ঘটলে অনেকে হতাহত হয়।