জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংস্কৃতিক কেন্দ্রের ২০২৫-২০২৬ সেশনের ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির সভাপতি চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী নু মং প্রু মারমা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই ব্যাচের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী আল আরবী শিকদার।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান উপদেষ্টা চারুকলা বিভাগের অধ্যাপক ড. বজলুর রশিদ খান এ কমিটি অনুমোদন করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সামিরা ইসলাম, নুসাইবা জাহান ইখেন। যুগ্ম-সাধারণ মুশফিকুর রহমান ইমন, তৃষা রুদ্র, শ্রাবণী দত্ত, রুমান সাবরিনা টুম্পা, ফারজিন জামান খান। সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন আহমেদ, ফাতেমা আলী, সোহানুর রহমান, সপ্তমী খান।
অর্থ সম্পাদক আয়েশা সিলিয়া, সহ-অর্থ সম্পাদক আবু জোবায়ের, প্রচার সম্পাদক জান্নাতুন নাইম, সহ-প্রচার সম্পাদক সোয়াইব আলী। দপ্তর সম্পাদক দেবব্রত ভৌমিক দুর্জয়, সহ-দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান। সংগীত সম্পাদক অনামিকা হালদার স্বপ্না, সহ-সংগীত সম্পাদক নিশাত আনজুম সাকী। নৃত্য সম্পাদক তাবাচ্ছুম রহমান, সহ-নৃত্য সম্পাদক অন্তরা সরকার। আবৃত্তি সম্পাদক আশালতা রায়, মৌসহ-আবৃত্তি সম্পাদক দীপা রানী দেবনাথ, চিত্র সম্পাদক প্রিন্স কুমার, সহ-চিত্র সম্পাদক সানজিদা তালুকদার। নাট্য সম্পাদক আলম সাঈদ আনসারী, সহ-নাট্য সম্পাদক মায়িশা সরকার মিশু। প্রকাশনা সম্পাদক জোবায়ের হাসান, সহ-প্রকাশনা সম্পাদক মো. আল আমিন। সাহিত্য সম্পাদক ইসরাত জাহান ইমা, সহ-সাহিত্য সম্পাদক তাসফিয়া তামিম। কার্যনির্বাহী সদস্য নাঈমা ইসলাম তাজ, আনভীর হাসান দুরন্ত, উম্মে তাবাসসুম রাফিয়া, আতিয়া ইসলাম, সায়মা আফরিন, দিপাস চাকমা, ঐশী রানী, আমরিন জাহান
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সাংস্কৃতিক কেন্দ্র সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। দেশীয় সংস্কৃতির বিকাশে সক্রিয় রয়েছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এ সংগঠনটি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিভিন্ন কর্মশালা ও অনুষ্ঠানের আয়োজন করে থাকে।