হাসিনাকে ফেরানোর বিষয়ে নতুন করে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৬:৩৩:৩৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭২৯ বার পড়া হয়েছে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, প্রত্যর্পণ চুক্তির আলোকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে। কূটনৈতিক পত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও পাঠানো হয়েছে। ভারতের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি, তবে উত্তর আশা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বিষয়ে তিনি বলেন, ‘দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার নেই ৫ মাস, নতুন হাইকমিশনার নিয়োগের জন‍্য আবেদন করেছি। তবে এখনো জবাব পাওয়া যায়নি। তবে ৩-৪ মাসের বেশি সময় স্বভাবিক সময়।’

জুলাই-আগস্ট অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন প্রকাশে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়কে ধন্যবাদ জানিয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এই প্রতিবেদ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সন্তুষ্ট কি না তা জনতে চাইলে মুখপাত্র বলেন, এখনো এ বিষয়ে মন্তব্য করা যাচ্ছে না। তবে তাদের এমন বিস্তারিত প্রতিবেদনের জন‍্য বাংলাদেশের পক্ষ থেকে ধন‍্যবাদ জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরানোর বিষয়ে নতুন করে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় : ০৬:৩৩:৩৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, প্রত্যর্পণ চুক্তির আলোকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে। কূটনৈতিক পত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও পাঠানো হয়েছে। ভারতের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি, তবে উত্তর আশা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বিষয়ে তিনি বলেন, ‘দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার নেই ৫ মাস, নতুন হাইকমিশনার নিয়োগের জন‍্য আবেদন করেছি। তবে এখনো জবাব পাওয়া যায়নি। তবে ৩-৪ মাসের বেশি সময় স্বভাবিক সময়।’

জুলাই-আগস্ট অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন প্রকাশে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়কে ধন্যবাদ জানিয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এই প্রতিবেদ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সন্তুষ্ট কি না তা জনতে চাইলে মুখপাত্র বলেন, এখনো এ বিষয়ে মন্তব্য করা যাচ্ছে না। তবে তাদের এমন বিস্তারিত প্রতিবেদনের জন‍্য বাংলাদেশের পক্ষ থেকে ধন‍্যবাদ জানানো হয়েছে।