শিরোনাম :
Logo অবরুদ্ধ গাজায় একদিনেই নিহত ১০৬ ফিলিস্তিনি Logo ভারতের কাছে পাইলট আটকের প্রমাণ চাইলো পাকিস্তান Logo নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, বললেন আসিফ মাহমুদ Logo খুবি উপাচার্যের এবং বিএনসিসি খুলনা ফ্লোটিলা কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ  Logo গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ঘিরে প্রস্তুত ইবি Logo ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির Logo জবিতে আবাসন ভাতা ও জকসু নির্বাচনের দাবিতে গণভোট কর্মসূচি Logo রাবি ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতসহ ৫ দাবিতে স্মারকলিপি প্রদান সোচ্চারের Logo ইউজিসির বাজেট বৈষম্যের অভিযোগ:জবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কচুয়ায় একই পরিবারের ৮জন প্রতিবন্ধীর মানবেতর জীবন, চান সহযোগিতা

এআই প্রযুক্তিতে মানুষের ক্লোন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:১৬:৩০ পূর্বাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
  • ৭৭৫ বার পড়া হয়েছে
এআই প্রযুক্তির মাধ্যমে মানুষ এখন নিজের ডিজিটাল ক্লোন তৈরি করতে পারছে, যা দেখতে হুবহু আসল ব্যক্তির মতো হবে, তার কণ্ঠস্বর নকল করতে পারবে এমনকি ব্যক্তিত্বও ফুটিয়ে তুলতে সক্ষম হবে। কিছু প্রযুক্তি কোম্পানির পাশাপাশি অনেক ইনফ্লুয়েন্সারও এখন ‘এআই ডাবল’ ব্যবহার করছেন।

প্রযুক্তিবিদরা বলছেন, এআই ডাবলের সুবিধা যেমন রয়েছে, তেমনি এটি নতুন ঝুঁকি তৈরি করতে পারে। গবেষকরা এই প্রযুক্তির সম্ভাব্য নেতিবাচক দিকগুলো নিয়ে ব্যাপক গবেষণা চালাচ্ছেন।

সম্প্রতি, ডেলফি (একটি প্রোগ্রামিং ভাষা ও সফটওয়্যার কোম্পানি)-এর সহপ্রতিষ্ঠাতা দারা লাজভারিয়ানের একটি এআই ডাবল নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তার ভার্চুয়াল ক্লোনটি হাসিমুখে বলছে, **”আমি একটি ডিজিটাল ক্লোন। আমার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় করতে পারেন!”** লাজভারিয়ান ব্যস্ত থাকলে এই ক্লোন তার হয়ে ক্লায়েন্টদের সঙ্গে ভিডিও কলে কথা বলে।

এআই ডাবলের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে মেটাও (ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি) ঘোষণা দিয়েছে যে, আগামী সেপ্টেম্বরের মধ্যে তারা এমন একটি টুল আনবে, যার মাধ্যমে যে কেউ নিজের ডিজিটাল ক্লোন তৈরি করতে পারবে। এই টুলের নাম **‘ক্রিয়েটর এআই’**।

যুক্তরাষ্ট্রের ইনফ্লুয়েন্সার ডন অ্যালেন স্টিভেনশন মেটার এই প্রযুক্তি ব্যবহার করে প্রতিদিন হাজারো মানুষের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন।

তবে গবেষকরা সতর্ক করেছেন, এআই ডাবলের অতিরিক্ত ব্যবহারে বড় ধরনের সামাজিক সংকট তৈরি হতে পারে। তারা আশঙ্কা করছেন, এটি অনলাইনে **যৌন হয়রানি, ফেক ভিডিও, এবং ব্যক্তির সুনাম নষ্টের** অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা জরুরি, নইলে সমাজের সাংস্কৃতিক ও নৈতিক ভারসাম্য ভয়াবহভাবে বিঘ্নিত হতে পারে।

সূত্র: খালিজ টাইমস

ট্যাগস :

অবরুদ্ধ গাজায় একদিনেই নিহত ১০৬ ফিলিস্তিনি

এআই প্রযুক্তিতে মানুষের ক্লোন

আপডেট সময় : ১০:১৬:৩০ পূর্বাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
এআই প্রযুক্তির মাধ্যমে মানুষ এখন নিজের ডিজিটাল ক্লোন তৈরি করতে পারছে, যা দেখতে হুবহু আসল ব্যক্তির মতো হবে, তার কণ্ঠস্বর নকল করতে পারবে এমনকি ব্যক্তিত্বও ফুটিয়ে তুলতে সক্ষম হবে। কিছু প্রযুক্তি কোম্পানির পাশাপাশি অনেক ইনফ্লুয়েন্সারও এখন ‘এআই ডাবল’ ব্যবহার করছেন।

প্রযুক্তিবিদরা বলছেন, এআই ডাবলের সুবিধা যেমন রয়েছে, তেমনি এটি নতুন ঝুঁকি তৈরি করতে পারে। গবেষকরা এই প্রযুক্তির সম্ভাব্য নেতিবাচক দিকগুলো নিয়ে ব্যাপক গবেষণা চালাচ্ছেন।

সম্প্রতি, ডেলফি (একটি প্রোগ্রামিং ভাষা ও সফটওয়্যার কোম্পানি)-এর সহপ্রতিষ্ঠাতা দারা লাজভারিয়ানের একটি এআই ডাবল নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তার ভার্চুয়াল ক্লোনটি হাসিমুখে বলছে, **”আমি একটি ডিজিটাল ক্লোন। আমার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় করতে পারেন!”** লাজভারিয়ান ব্যস্ত থাকলে এই ক্লোন তার হয়ে ক্লায়েন্টদের সঙ্গে ভিডিও কলে কথা বলে।

এআই ডাবলের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে মেটাও (ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি) ঘোষণা দিয়েছে যে, আগামী সেপ্টেম্বরের মধ্যে তারা এমন একটি টুল আনবে, যার মাধ্যমে যে কেউ নিজের ডিজিটাল ক্লোন তৈরি করতে পারবে। এই টুলের নাম **‘ক্রিয়েটর এআই’**।

যুক্তরাষ্ট্রের ইনফ্লুয়েন্সার ডন অ্যালেন স্টিভেনশন মেটার এই প্রযুক্তি ব্যবহার করে প্রতিদিন হাজারো মানুষের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন।

তবে গবেষকরা সতর্ক করেছেন, এআই ডাবলের অতিরিক্ত ব্যবহারে বড় ধরনের সামাজিক সংকট তৈরি হতে পারে। তারা আশঙ্কা করছেন, এটি অনলাইনে **যৌন হয়রানি, ফেক ভিডিও, এবং ব্যক্তির সুনাম নষ্টের** অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা জরুরি, নইলে সমাজের সাংস্কৃতিক ও নৈতিক ভারসাম্য ভয়াবহভাবে বিঘ্নিত হতে পারে।

সূত্র: খালিজ টাইমস