অর্থনীতিতে স্থিতিশীলতা আসতে শুরু করেছে: অর্থ উপদেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২৯:১৬ অপরাহ্ণ, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ৭২২ বার পড়া হয়েছে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যত দ্রুত সম্ভব সংস্কার করতে হবে। ভবিষ্যতে যেন কেউ চুরি না করতে পারে, টাকা পাচার না করতে পারে সেই বিষয়ে কঠোর উদ্যোগ নিতে হবে।

আজ শনিবার (৩০ নভেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকারের রেখে যাওয়া দুর্নীতি-অনিয়ম ২/৪ মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। হতাশ হওয়ার কারণ নাই অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরছে এবং রিজার্ভও বাড়ছে।

দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, গত ১৫ বছরে যা হয়েছে বর্তমানে তা হবে না। তবে তিন-চার মাসেই সব ঠিক করে দেওয়া সম্ভব নয়। কিন্তু জনগণকে অপেক্ষা করাবে না সরকার। মোটামুটি একটু স্থির হচ্ছে অর্থনীতি যা আরও সংস্কার করা হবে। আইএমএফ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

ট্যাগস :

অর্থনীতিতে স্থিতিশীলতা আসতে শুরু করেছে: অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০২:২৯:১৬ অপরাহ্ণ, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যত দ্রুত সম্ভব সংস্কার করতে হবে। ভবিষ্যতে যেন কেউ চুরি না করতে পারে, টাকা পাচার না করতে পারে সেই বিষয়ে কঠোর উদ্যোগ নিতে হবে।

আজ শনিবার (৩০ নভেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকারের রেখে যাওয়া দুর্নীতি-অনিয়ম ২/৪ মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। হতাশ হওয়ার কারণ নাই অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরছে এবং রিজার্ভও বাড়ছে।

দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, গত ১৫ বছরে যা হয়েছে বর্তমানে তা হবে না। তবে তিন-চার মাসেই সব ঠিক করে দেওয়া সম্ভব নয়। কিন্তু জনগণকে অপেক্ষা করাবে না সরকার। মোটামুটি একটু স্থির হচ্ছে অর্থনীতি যা আরও সংস্কার করা হবে। আইএমএফ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।