বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম দিনে ১৫০ রানে অলআউট হয়ে বেকায়দায় পড়ে ভারত। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারও খেলতে পারেনি ভারত। যদিও ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ান ব্যাটারদেরও নাস্তাবুদ করেছে ভারতীয় বোলাররা। ৬৭ রানেই ৭ উইকেট হারিয়ে দিনশেষ করেছে স্বাগতিকরা।
আজ শুক্রবার (২২ নভেম্বর) জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কদের তোপে দুই সেশনের আগেই অলআউট হয়েছে ভারতীয়রা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন ৮ নম্বরে নামা নিতিশ কুমার রেড্ডি।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে অজিরা। ভারতীয় অধিনায়ক জাসপ্রিত বুমরাহ ৪ উইকেট শিকার করে অজিদের লজ্জাজনক অবস্থায় ফেলে দেন। তার তোপে শুরুতেই ১৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া। সেই চাপ পরে আর কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিকেরা। অধিনায়ককে পরে দারুণ সঙ্গ দিয়ে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ফেলে দেন মোহাম্মদ সিরাজ (২ উইকেট) ও অভিষিক্ত হার্ষিত রানা (১)। ১৭ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার বুমরাহ।