শিরোনাম :

অবৈধভাবে ভারতে প্রবেশ করায় বাংলাদেশি আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০৯:৩২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ৭১৪ বার পড়া হয়েছে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তিনি নরসিংদী জেলার বেলানগর গ্রামের বাসিন্দা। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মূলত সম্প্রতি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা বৃদ্ধির অভিযোগ উঠেছে। গত কয়েক মাসে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে আটক হয়েছেন অনেকেই।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বুধবার ত্রিপুরার খোয়াই জেলার মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ। সঙ্গে ধরা পড়েছেন দুই ভারতীয় দালালও।

খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর মালাকার জানিয়েছেন, ‘তিন যুবককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। ৩৪ বছর বয়সী ওই যুবক বাংলাদেশের নরসিংদী জেলার বেলানগর গ্রামের বাসিন্দা।

তার সঙ্গে দুই ভারতীয় দালালকেও আটক করা হয়েছে। তারা দুজনেই আসামের করিমগঞ্জের বাসিন্দা। অর্থের বিনিময়ে বাংলাদেশি ওই নাগরিককে ভারতে অনুপ্রবেশে তারা সাহায্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিএসএফ সূত্রে জানা গেছে, গত তিন মাসে সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশের ঘটনা চলতি বছরের প্রথমার্ধের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেড়েছে। মূলত বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টায় প্রায়শই একাধিক ব্যক্তি ধরা পড়ছেন সীমান্তবর্তী নানা এলাকায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত

অবৈধভাবে ভারতে প্রবেশ করায় বাংলাদেশি আটক

আপডেট সময় : ১১:০৯:৩২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তিনি নরসিংদী জেলার বেলানগর গ্রামের বাসিন্দা। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মূলত সম্প্রতি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা বৃদ্ধির অভিযোগ উঠেছে। গত কয়েক মাসে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে আটক হয়েছেন অনেকেই।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বুধবার ত্রিপুরার খোয়াই জেলার মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ। সঙ্গে ধরা পড়েছেন দুই ভারতীয় দালালও।

খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর মালাকার জানিয়েছেন, ‘তিন যুবককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। ৩৪ বছর বয়সী ওই যুবক বাংলাদেশের নরসিংদী জেলার বেলানগর গ্রামের বাসিন্দা।

তার সঙ্গে দুই ভারতীয় দালালকেও আটক করা হয়েছে। তারা দুজনেই আসামের করিমগঞ্জের বাসিন্দা। অর্থের বিনিময়ে বাংলাদেশি ওই নাগরিককে ভারতে অনুপ্রবেশে তারা সাহায্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিএসএফ সূত্রে জানা গেছে, গত তিন মাসে সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশের ঘটনা চলতি বছরের প্রথমার্ধের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেড়েছে। মূলত বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টায় প্রায়শই একাধিক ব্যক্তি ধরা পড়ছেন সীমান্তবর্তী নানা এলাকায়।