বঙ্গভবনের সামনে শিক্ষার্থীসহ চারজন গুলিবিদ্ধ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫২:২২ পূর্বাহ্ণ, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ৭৩২ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ চলাকালে চারজন গুলিবিদ্ধ হয়েছেন, যাদের মধ্যে একজন শিক্ষার্থীও রয়েছেন। এ ঘটনায় একজন সাউন্ড গ্রেনেডে আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধরা হলেন- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়সাল আহম্মেদ বিশাল (২০), ব্যবসায়ী শফিকুল ইসলাম সেলিম (৪৫), সাংবাদিক রাজু আহমেদ (২৫) ও ভিডিও জার্নালিস্ট রিপন রেজা (২৮)।

সাউন্ড গ্রেনেডে আহত আরিফ খান (২০) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

গুলিবিদ্ধ ফয়সাল জানান, তারা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করছিলেন, তখন আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে ছররা গুলি এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ফয়সালের ডান পায়ের উরু এবং বাম পায়ের গোড়ালিতে গুলি লাগে।

ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, এক শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেছেন যে, বঙ্গভবনের সামনের সংঘর্ষে আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে, যাদের মধ্যে চারজন গুলিবিদ্ধ।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনের সামনে শিক্ষার্থীসহ চারজন গুলিবিদ্ধ

আপডেট সময় : ০৭:৫২:২২ পূর্বাহ্ণ, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ চলাকালে চারজন গুলিবিদ্ধ হয়েছেন, যাদের মধ্যে একজন শিক্ষার্থীও রয়েছেন। এ ঘটনায় একজন সাউন্ড গ্রেনেডে আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধরা হলেন- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়সাল আহম্মেদ বিশাল (২০), ব্যবসায়ী শফিকুল ইসলাম সেলিম (৪৫), সাংবাদিক রাজু আহমেদ (২৫) ও ভিডিও জার্নালিস্ট রিপন রেজা (২৮)।

সাউন্ড গ্রেনেডে আহত আরিফ খান (২০) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

গুলিবিদ্ধ ফয়সাল জানান, তারা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করছিলেন, তখন আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে ছররা গুলি এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ফয়সালের ডান পায়ের উরু এবং বাম পায়ের গোড়ালিতে গুলি লাগে।

ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, এক শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেছেন যে, বঙ্গভবনের সামনের সংঘর্ষে আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে, যাদের মধ্যে চারজন গুলিবিদ্ধ।