ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে নিহত ৪২,৫১৯

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৪৯:৩৪ অপরাহ্ণ, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ৭১২ বার পড়া হয়েছে

এক বছরের বেশি সময়ে ধরে ফিলিস্তিনে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল। এর মধ্যে বেশ কয়েকবার যুদ্ধ বিরতির চেষ্টা করা হলেও তা সফল হয় নি। ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি এবং বন্দিদের মুক্তি না হওয়া পর্যন্ত ইসরায়েল তার সামরিক অভিযান চালিয়ে যাবে।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (১৯ অক্টোবর) জানিয়েছে, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধে কমপক্ষে ৪২ হাজার ৫১৯ জন নিহত হয়েছে। যদিও রাতভর এক হামলায় ৩৩ জন নিহতের সংখ্যা এতে অন্তর্ভুক্ত করা হয়নি।

মন্ত্রণালয়ের সূত্র মতে, গতবছর ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলার পর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এপর্যন্ত গাজা উপত্যকায় ৯৯ হাজার ৬৩৭ জন আহত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে নিহত ৪২,৫১৯

আপডেট সময় : ০১:৪৯:৩৪ অপরাহ্ণ, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

এক বছরের বেশি সময়ে ধরে ফিলিস্তিনে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল। এর মধ্যে বেশ কয়েকবার যুদ্ধ বিরতির চেষ্টা করা হলেও তা সফল হয় নি। ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি এবং বন্দিদের মুক্তি না হওয়া পর্যন্ত ইসরায়েল তার সামরিক অভিযান চালিয়ে যাবে।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (১৯ অক্টোবর) জানিয়েছে, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধে কমপক্ষে ৪২ হাজার ৫১৯ জন নিহত হয়েছে। যদিও রাতভর এক হামলায় ৩৩ জন নিহতের সংখ্যা এতে অন্তর্ভুক্ত করা হয়নি।

মন্ত্রণালয়ের সূত্র মতে, গতবছর ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলার পর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এপর্যন্ত গাজা উপত্যকায় ৯৯ হাজার ৬৩৭ জন আহত হয়েছে।