ইরানে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েলের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৯:০৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ৭১৭ বার পড়া হয়েছে

ইরানে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। দেশটিতে ইরানের হামলার জবাব দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসরায়েল-সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। যদিও সূত্রটি বিস্তারিত কিছু বলেনি।

বিষটি স্পষ্ট হওয়ার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সিএনএন এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। প্রতিক্ষা মন্ত্রণালয় কী বলেছে, সে বিষয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ করেনি সিএনএন।

সূত্রটি সিএনএনকে বলেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন, তেল ও পারমাণবিক স্থাপনার পরিবর্তে বরং ইরানের সামরিক স্থাপনায় সীমিত পরিসরে পাল্টা হামলা চালাতে পারে তারা।

যুক্তরাষ্ট্রের একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএন আরও জানিয়েছে, ইসরায়েল আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইরানে হামলা চালাতে পারে। চলতি মাসেই এ হামলা হতে পারে বলে মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন।

গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে এ হামলা চালানো হয়। এরপর থেকে ওই হামলার জন্য ইরানকে পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়ে আসছেন ইসরায়েলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েলের

আপডেট সময় : ০৮:৪৯:০৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

ইরানে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। দেশটিতে ইরানের হামলার জবাব দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসরায়েল-সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। যদিও সূত্রটি বিস্তারিত কিছু বলেনি।

বিষটি স্পষ্ট হওয়ার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সিএনএন এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। প্রতিক্ষা মন্ত্রণালয় কী বলেছে, সে বিষয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ করেনি সিএনএন।

সূত্রটি সিএনএনকে বলেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন, তেল ও পারমাণবিক স্থাপনার পরিবর্তে বরং ইরানের সামরিক স্থাপনায় সীমিত পরিসরে পাল্টা হামলা চালাতে পারে তারা।

যুক্তরাষ্ট্রের একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএন আরও জানিয়েছে, ইসরায়েল আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইরানে হামলা চালাতে পারে। চলতি মাসেই এ হামলা হতে পারে বলে মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন।

গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে এ হামলা চালানো হয়। এরপর থেকে ওই হামলার জন্য ইরানকে পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়ে আসছেন ইসরায়েলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু।