কাশ্মিরের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ওমর আবদুল্লাহ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৬:২১ অপরাহ্ণ, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ৭১২ বার পড়া হয়েছে

ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর আবদুল্লাহ বুধবার জম্মু ও কাশ্মীরের (জেএন্ডকে) প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এই নিয়ে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, শের-ই-কাশ্মির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জম্মু-কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সামনে শপথ নিয়েছেন ওমর আবদুল্লাহ।

ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের মাধ্যমে জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে। জম্মু-কাশ্মিরে রাষ্ট্রপতির শাসন এবার শেষ হতে যাচ্ছে। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের আগেই রাষ্ট্রপতির শাসন প্রত্যাহার করা হবে।

দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মিরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৯০টি আসনের মধ্যে ন্যাশনাল কনফারেন্স ৪২টি এবং কংগ্রেস ৬টি আসনে জয়লাভ করে। এ দুটি দল মিলে সরকার গঠন করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কাশ্মিরের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ওমর আবদুল্লাহ

আপডেট সময় : ০৬:০৬:২১ অপরাহ্ণ, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর আবদুল্লাহ বুধবার জম্মু ও কাশ্মীরের (জেএন্ডকে) প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এই নিয়ে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, শের-ই-কাশ্মির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জম্মু-কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সামনে শপথ নিয়েছেন ওমর আবদুল্লাহ।

ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের মাধ্যমে জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে। জম্মু-কাশ্মিরে রাষ্ট্রপতির শাসন এবার শেষ হতে যাচ্ছে। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের আগেই রাষ্ট্রপতির শাসন প্রত্যাহার করা হবে।

দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মিরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৯০টি আসনের মধ্যে ন্যাশনাল কনফারেন্স ৪২টি এবং কংগ্রেস ৬টি আসনে জয়লাভ করে। এ দুটি দল মিলে সরকার গঠন করছে।