ভারতের সঙ্গে নীরব থাকার দিন শেষ: পরিবেশ উপদেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪৩:১১ অপরাহ্ণ, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৩৯ বার পড়া হয়েছে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দ্বিপক্ষীয় ইস্যুতে ভারতকে আর একতরফা ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ সরকার অনেক ক্ষেত্রে দেশটির সঙ্গে নীরবতা বা নিষ্ক্রিয়তা দেখালেও সেই দিন শেষ হয়ে গেছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ফেনীর পরশুরামের নিজকালিকাপুর মুহুরী নদীর ভাঙন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা বলেন, ভারতের সঙ্গে অতীতের সরকারের যদি নীরবতা বা নিষ্ক্রিয়তা থেকে থাকে, সেদিন শেষ হয়ে গেছে।

নদীর পানি কেবল রাজনীতি না, কূটনীতি ও অর্থনীতি।

পরিবেশ উপদেষ্টা বলেন, আমরা দর-কষাকষি করে আমাদের অনুকূলে যদি একটি চুক্তি পাই, তাতে স্বাক্ষর করতে রাজি থাকব। অন্য দেশ কী করল কী করল না সেটা দেখার বিষয় না।

তিস্তা চুক্তির খসড়া হয়ে যাওয়ার পরও ভারত স্বাক্ষর করেনি জানিয়ে তিনি বলেন, আমরা যেটা করতে পারব, আমাদের দেশের দাবিগুলো তাদের সামনে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করতে পারব। সেটুকুও আমাদের দেশের অতীতের আওয়ামী লীগ সরকার করেনি।

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ও পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ওয়েস্ট ইন্ডিজকে ২৫৩ রানে গুটিয়ে দিয়েও অস্বস্তিতে অস্ট্রেলিয়া

ভারতের সঙ্গে নীরব থাকার দিন শেষ: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় : ০৬:৪৩:১১ অপরাহ্ণ, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দ্বিপক্ষীয় ইস্যুতে ভারতকে আর একতরফা ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ সরকার অনেক ক্ষেত্রে দেশটির সঙ্গে নীরবতা বা নিষ্ক্রিয়তা দেখালেও সেই দিন শেষ হয়ে গেছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ফেনীর পরশুরামের নিজকালিকাপুর মুহুরী নদীর ভাঙন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা বলেন, ভারতের সঙ্গে অতীতের সরকারের যদি নীরবতা বা নিষ্ক্রিয়তা থেকে থাকে, সেদিন শেষ হয়ে গেছে।

নদীর পানি কেবল রাজনীতি না, কূটনীতি ও অর্থনীতি।

পরিবেশ উপদেষ্টা বলেন, আমরা দর-কষাকষি করে আমাদের অনুকূলে যদি একটি চুক্তি পাই, তাতে স্বাক্ষর করতে রাজি থাকব। অন্য দেশ কী করল কী করল না সেটা দেখার বিষয় না।

তিস্তা চুক্তির খসড়া হয়ে যাওয়ার পরও ভারত স্বাক্ষর করেনি জানিয়ে তিনি বলেন, আমরা যেটা করতে পারব, আমাদের দেশের দাবিগুলো তাদের সামনে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করতে পারব। সেটুকুও আমাদের দেশের অতীতের আওয়ামী লীগ সরকার করেনি।

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ও পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।