মিরপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৩:১০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর মিরপুর ১২ নম্বরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ১২ নম্বরের পল্লবী এলাকার ই-ব্লকের পানির ট্যাংকের পাশে মসজিদ গলির সামনে এ ঘটনা ঘটে।

সাইফুলের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার আঠারোবাড়িতে। সে তার বাবা শামস উদ্দীন মিয়ার সঙ্গে মিরপুর ১১ নম্বরে থাকত এবং ডিজিটাল এমব্রয়ডারির কাজ করত।

শামস উদ্দীন বলেন, ‘রাত ৮টার দিকে মসজিদ গলির সামনে আমি ও সাইফুল যাই। একটা ব্যক্তিগত কাজে আমি একটু সামনে এগোলো দুই যুবককে তার সঙ্গে কথা বলতে দেখি। কথা বলার একপর্যায়ে তারা সাইফুলকে ছুরি মেরে চলে যায়। মুহূর্তের মধ্যে তারা চলে যাওয়ায় চেহারা দেখা যায়নি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত ১০টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মিরপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত !

আপডেট সময় : ০১:৫৩:১০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

রাজধানীর মিরপুর ১২ নম্বরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ১২ নম্বরের পল্লবী এলাকার ই-ব্লকের পানির ট্যাংকের পাশে মসজিদ গলির সামনে এ ঘটনা ঘটে।

সাইফুলের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার আঠারোবাড়িতে। সে তার বাবা শামস উদ্দীন মিয়ার সঙ্গে মিরপুর ১১ নম্বরে থাকত এবং ডিজিটাল এমব্রয়ডারির কাজ করত।

শামস উদ্দীন বলেন, ‘রাত ৮টার দিকে মসজিদ গলির সামনে আমি ও সাইফুল যাই। একটা ব্যক্তিগত কাজে আমি একটু সামনে এগোলো দুই যুবককে তার সঙ্গে কথা বলতে দেখি। কথা বলার একপর্যায়ে তারা সাইফুলকে ছুরি মেরে চলে যায়। মুহূর্তের মধ্যে তারা চলে যাওয়ায় চেহারা দেখা যায়নি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত ১০টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।