শিবগঞ্জের দুই আ.লীগ নেতা হত্যায় গ্রেফতার দুজনে জেলে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০০:৩৫ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ জুন ২০২৪
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নীলকন্ঠ প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা খুনের ঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা করেছেন হত্যার শিকার জেলা পরিষদের সদস্য আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম। এ ঘটনায় গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যম্যে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।

এর আগে শুক্রবার (২৮ জুন) রাতে মামলাটি করেন নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের স্ত্রী। মামলায় নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হককে প্রধান আসামি করা হয়েছে। পরে শিবগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে মামলার প্রধান আসামি আশরাফুল হকের স্ত্রী আনোয়ারা বেগম আম্বিয়া ও ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফুল হককে গ্রেফতার করেছে।

ওসি সাজ্জাদ হোসেন জানান, গ্রেফতার দুজনকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের জেলহাজতে প্রেরণ করেন।

এর আগে বৃহস্পতিবার আশরাফ বাহিনীর হাতে খুন হন জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম ও স্কুল শিক্ষক আব্দুল মতিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জের দুই আ.লীগ নেতা হত্যায় গ্রেফতার দুজনে জেলে

আপডেট সময় : ১১:০০:৩৫ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ জুন ২০২৪

নীলকন্ঠ প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা খুনের ঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা করেছেন হত্যার শিকার জেলা পরিষদের সদস্য আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম। এ ঘটনায় গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যম্যে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।

এর আগে শুক্রবার (২৮ জুন) রাতে মামলাটি করেন নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের স্ত্রী। মামলায় নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হককে প্রধান আসামি করা হয়েছে। পরে শিবগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে মামলার প্রধান আসামি আশরাফুল হকের স্ত্রী আনোয়ারা বেগম আম্বিয়া ও ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফুল হককে গ্রেফতার করেছে।

ওসি সাজ্জাদ হোসেন জানান, গ্রেফতার দুজনকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের জেলহাজতে প্রেরণ করেন।

এর আগে বৃহস্পতিবার আশরাফ বাহিনীর হাতে খুন হন জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম ও স্কুল শিক্ষক আব্দুল মতিন।