রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৪০:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর বনানীতে নির্মাণাধীন ৮ তলা ভবনের ৩য় তলা থেকে পড়ে আজ দুপুরে শাহারুল ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বনানীর বি ব্লকের ২৩/এ নং রোডে এ ঘটনা ঘটে। নিহত শাহারুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার উলিপুর গ্রামের আ. জব্বারের ছেলে।

নিহতের সহকর্মী শাহজাহান আলী জানান, বনানীর ১২ নম্বর রোডের নির্মাণাধীন ভবনের ৩য় তলায় কাজ করার সময় হঠাৎ শাহারুল নিচে পরে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বিকাল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু !

আপডেট সময় : ০৭:৪০:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

রাজধানীর বনানীতে নির্মাণাধীন ৮ তলা ভবনের ৩য় তলা থেকে পড়ে আজ দুপুরে শাহারুল ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বনানীর বি ব্লকের ২৩/এ নং রোডে এ ঘটনা ঘটে। নিহত শাহারুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার উলিপুর গ্রামের আ. জব্বারের ছেলে।

নিহতের সহকর্মী শাহজাহান আলী জানান, বনানীর ১২ নম্বর রোডের নির্মাণাধীন ভবনের ৩য় তলায় কাজ করার সময় হঠাৎ শাহারুল নিচে পরে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বিকাল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।