শিরোনাম :
Logo ছাত্রদল কর্মীর নেতৃত্বে হাবিপ্রবিসাসের অফিসরুম ভাঙচুর Logo ইবিতে ঠিকাদারদের লাইসেন্স নবায়নের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ Logo জবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আয় ১২ কোটি টাকা Logo বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচন সম্পন্ন Logo আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo সরকার উদ্যোগ না নিলে আমরা বসে থাকব না: নাহিদ ইসলাম Logo সার্কের বিকল্প জোট গঠনে কাজ করছে চীন-পাকিস্তান, রয়েছে বাংলাদেশও Logo পহেলা জুলাই থেকে ৫ আগস্টের কর্মসূচি ঘিরে হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo নতুন নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘তারুণ্য’ Logo সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, আহত-৩০

চুয়াডাঙ্গায় ৫০টি অবৈধ যানবাহন আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৪৭:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
  • ৭৫৯ বার পড়া হয়েছে

সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের অভিযান
নিউজ ডেস্ক:সড়কের শৃঙ্খলা ফেরাতে আকস্মিক অভিযান চালিয়ে ৫০টি অবৈধ যানবাহন আটক করেছে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ। তবে পূর্ব ঘোষণা ছাড়া এ ধরণের অভিযানে চরম বিপাকে ছোট বড় ব্যবসায়ীসহ এ সকল যানবাহনের দুর-দুরান্তের যাত্রীরা। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ অভিযান পরিচালিতসহ আজও অব্যহত থকবে বলে জানায় চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ। গতকাল সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহীদ হাসান চত্ত্বর ও পুলিশ লাইনের সামনে পৃথক অভিযান চালিয়ে এ সকল যানবাহন আটক করা হয়।
জানা যায়, চুয়ডাঙ্গা জেলা শহরের প্রধান সড়কগুলোতে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন শ্রেণীর অবৈধ যানবাহন। সেই সাথে এ সকল যানবাহনের চালকদের দক্ষতার অভাব তো রয়েছেই। আর সে কারণে যানবাহনগুলোতে প্রায়ই ঘটছে ছোটবড় অনেক দুর্ঘটনা। ফলে সড়কের শৃঙ্খলা ফেরানোসহ এ সকল আবৈধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে আনতে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ গতকাল আকস্মিক এক অভিযান শুরু করে। অভিযানকালে আলমসাধু, করিমন, পাখিভ্যান, পাওয়ারট্রিলার, ট্রাক্টরসহ এ ধরণের বিভিন্ন শ্রেণীর ৫০টি অবৈধ যানবহন আটক করা হয়। আজ ও অভিযান অব্যহত থাকবে বলে জানায় চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ।
এদিকে আকস্মিক এ ধরণের অভিযানে চরম বিপাকে পড়েছেন ছোট বড় ব্যবসায়ীসহ এ সকল যানবাহনের দূর-দূরান্তের যাত্রীরা। আটককৃত আলমসাধাধুতে মালামাল বহনকারী এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, এখন প্যাডেল চালিত ভ্যান নাই বললেই চলে, সব কিছুই এখন ব্যাটারি বা ইঞ্জিন চালিত। তাছাড়া অল্প মালামাল ট্রাকে বহন করা ব্যাপক ব্যয়বহুল। ফলে ১০ থেকে ১৫, ২০ বস্তা মালামাল বহন করার জন্য এ সকল যানবাহনের উপরি নির্ভর করতে হয় তাদের। ফলে পূর্ব ঘোষনা ছাড়াই এ ধরণের অভিযানে মালামাল বোঝাই যানবাহনগুলো আটক থাকায় চরম বিপাকে পড়েছেন তিনিসহ বেশ কিছু ব্যবসায়ী। এছাড়াও ভোগান্তিতে পড়েন এসকল যানবাহনের দূর-দূরান্তের যাত্রীরা।
এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আহসান হাবীবের সাথে কথা হলে তিনি বলেন, সড়কের শৃঙ্খলাসহ দুর্ঘটনা কমাতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শরু করেছে। তরই অংশ হিসেবে দুটি স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন শ্রেণীর মোট ৫০টি অবৈধ যানবাহন আটক করা হয়। আজও এ অভিযান অব্যহত থাকবে। এছাড়ও আটককৃত যানবাহনগুলোর বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

ছাত্রদল কর্মীর নেতৃত্বে হাবিপ্রবিসাসের অফিসরুম ভাঙচুর

চুয়াডাঙ্গায় ৫০টি অবৈধ যানবাহন আটক

আপডেট সময় : ১২:৪৭:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯

সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের অভিযান
নিউজ ডেস্ক:সড়কের শৃঙ্খলা ফেরাতে আকস্মিক অভিযান চালিয়ে ৫০টি অবৈধ যানবাহন আটক করেছে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ। তবে পূর্ব ঘোষণা ছাড়া এ ধরণের অভিযানে চরম বিপাকে ছোট বড় ব্যবসায়ীসহ এ সকল যানবাহনের দুর-দুরান্তের যাত্রীরা। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ অভিযান পরিচালিতসহ আজও অব্যহত থকবে বলে জানায় চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ। গতকাল সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহীদ হাসান চত্ত্বর ও পুলিশ লাইনের সামনে পৃথক অভিযান চালিয়ে এ সকল যানবাহন আটক করা হয়।
জানা যায়, চুয়ডাঙ্গা জেলা শহরের প্রধান সড়কগুলোতে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন শ্রেণীর অবৈধ যানবাহন। সেই সাথে এ সকল যানবাহনের চালকদের দক্ষতার অভাব তো রয়েছেই। আর সে কারণে যানবাহনগুলোতে প্রায়ই ঘটছে ছোটবড় অনেক দুর্ঘটনা। ফলে সড়কের শৃঙ্খলা ফেরানোসহ এ সকল আবৈধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে আনতে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ গতকাল আকস্মিক এক অভিযান শুরু করে। অভিযানকালে আলমসাধু, করিমন, পাখিভ্যান, পাওয়ারট্রিলার, ট্রাক্টরসহ এ ধরণের বিভিন্ন শ্রেণীর ৫০টি অবৈধ যানবহন আটক করা হয়। আজ ও অভিযান অব্যহত থাকবে বলে জানায় চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ।
এদিকে আকস্মিক এ ধরণের অভিযানে চরম বিপাকে পড়েছেন ছোট বড় ব্যবসায়ীসহ এ সকল যানবাহনের দূর-দূরান্তের যাত্রীরা। আটককৃত আলমসাধাধুতে মালামাল বহনকারী এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, এখন প্যাডেল চালিত ভ্যান নাই বললেই চলে, সব কিছুই এখন ব্যাটারি বা ইঞ্জিন চালিত। তাছাড়া অল্প মালামাল ট্রাকে বহন করা ব্যাপক ব্যয়বহুল। ফলে ১০ থেকে ১৫, ২০ বস্তা মালামাল বহন করার জন্য এ সকল যানবাহনের উপরি নির্ভর করতে হয় তাদের। ফলে পূর্ব ঘোষনা ছাড়াই এ ধরণের অভিযানে মালামাল বোঝাই যানবাহনগুলো আটক থাকায় চরম বিপাকে পড়েছেন তিনিসহ বেশ কিছু ব্যবসায়ী। এছাড়াও ভোগান্তিতে পড়েন এসকল যানবাহনের দূর-দূরান্তের যাত্রীরা।
এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আহসান হাবীবের সাথে কথা হলে তিনি বলেন, সড়কের শৃঙ্খলাসহ দুর্ঘটনা কমাতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শরু করেছে। তরই অংশ হিসেবে দুটি স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন শ্রেণীর মোট ৫০টি অবৈধ যানবাহন আটক করা হয়। আজও এ অভিযান অব্যহত থাকবে। এছাড়ও আটককৃত যানবাহনগুলোর বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।