মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই) রাতে কাজী মামুনুর রশিদ বাবলুকে আহবায়ক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির গঠনের বিষয়ে নিশ্চিত করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ন আহবায়ক রায়হান হোসেন তুষার, আবু তালেব, মনির হোসেন ফরহাদ, মাকসুদুল হাসান রোমান, শেখ রাসেল, রিয়াজ হোসেন জয়। সদস্য কাজী নিজাম, মাহফুজ আহম্মেদ সৌরভ, কামাল হোসেন, আল আমিন গাজী আকাশ, গাজী কামাল হোসেন, রাকিব হোসেন মান্না, মো. পারভেজ হোসাইন।
এদিকে দীর্ঘ প্রতিক্ষার পর কমিটি হওয়ায় আনন্দের জোয়ার বইছে থানার প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীর মাঝে। এছাড়াও নেতাকর্মীরা জেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানান, সুন্দর একটি আহবায়ক কমিটি দেওয়ার জন্য।
সোমবার
৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ