গাজীপুরে নারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২৯:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম জাঝড় এলাকায় হামিদা বেগম (৫৬) নামে এক নারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোরে নিজের বাড়ির উঠানে তাকে হত্যা করা হয়।  নিহত হামিদা সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাঝড় এলাকার রুহুল আমীনের স্ত্রী।

পুলিশ জানায়, ফজরের নামাজ পড়ার জন্য ভোরে অজু করতে উঠানে টিউবওয়েলের কাছে যান হামিদা। এসময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা কেউ ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। কিছুক্ষণ পর হামিদার মেয়ে হাসি আক্তারসহ বাড়ির ও আশপাশের লোকজন এসে তার লাশ দেখতে পান।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস জানান, হত্যার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে নারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা !

আপডেট সময় : ০২:২৯:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম জাঝড় এলাকায় হামিদা বেগম (৫৬) নামে এক নারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোরে নিজের বাড়ির উঠানে তাকে হত্যা করা হয়।  নিহত হামিদা সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাঝড় এলাকার রুহুল আমীনের স্ত্রী।

পুলিশ জানায়, ফজরের নামাজ পড়ার জন্য ভোরে অজু করতে উঠানে টিউবওয়েলের কাছে যান হামিদা। এসময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা কেউ ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। কিছুক্ষণ পর হামিদার মেয়ে হাসি আক্তারসহ বাড়ির ও আশপাশের লোকজন এসে তার লাশ দেখতে পান।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস জানান, হত্যার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।