শিরোনাম :

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত !

  • amzad khan
  • আপডেট সময় : ০৮:২৬:১১ অপরাহ্ণ, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭
  • ৭৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাহেব আলী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ পৌর এলাকার এলএসডি গুদামের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রফিকুল ইসলাম (৩২) নামে অপর আরোহী আহত হয়েছেন।

নিহত সাহেব আলী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ী এলাকার বাসিন্দা এবং আহত রফিকুল ইসলাম একই এলাকার সামসুদ্দিনের ছেলে।

বীরগঞ্জ থানার এসআই মোঃ মশিউর রহমান জানান, সাহেব আলী ও রফিকুল শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলযোগে সৈয়দপুরে ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার সময় তারা বীরগঞ্জ এলএসডি গুদামের কাছে সড়কে এক শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাহেব আলীকে মৃত ঘোষণা করেন। আহত রফিকুল ইসলামকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবু আককাছ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :

পঞ্চগড়ে গ্রামবাসীর হাতে ধরা পড়লো নীলগাই।

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত !

আপডেট সময় : ০৮:২৬:১১ অপরাহ্ণ, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাহেব আলী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ পৌর এলাকার এলএসডি গুদামের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রফিকুল ইসলাম (৩২) নামে অপর আরোহী আহত হয়েছেন।

নিহত সাহেব আলী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ী এলাকার বাসিন্দা এবং আহত রফিকুল ইসলাম একই এলাকার সামসুদ্দিনের ছেলে।

বীরগঞ্জ থানার এসআই মোঃ মশিউর রহমান জানান, সাহেব আলী ও রফিকুল শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলযোগে সৈয়দপুরে ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার সময় তারা বীরগঞ্জ এলএসডি গুদামের কাছে সড়কে এক শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাহেব আলীকে মৃত ঘোষণা করেন। আহত রফিকুল ইসলামকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবু আককাছ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।