ওজিলকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫০:৫১ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
  • ৭৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে খুশি রাখতে শক্তিশালী দল গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে বার্সেলোনা। এরই মধ্যে চারজনের সংক্ষিপ্ত তালিকাও তৈরি করেছে কাতালান জায়ান্টরা।
এ তালিকায় রয়েছেন আর্সেনালের মেসুত ওজিল, লিভারপুলের ফিলিপ্পে কুতিনহো, অলিম্পিক লিঁওর নাবিল ফেকির ও মোনাকোর থমাস লেমার।

যদিও এতোদিন বার্সায় মেসির ভবিষ্যৎ খানিকটা অনিশ্চিত ছিল। তবে শনিবার ক্লাবটির সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন মেসি। যেখানে তার বাই-আউ ক্লজ ধরা হয়েছে ৭০০ মিলিয়ন ইউরো।

এদিকে চলতি মৌসুম শেষে আর্সেনালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে ওজিলের। নতুন চুক্তি নবায়ন নিয়ে আর্সেনালে কোনো তোড়জোড়ও নেই। এটাই গুঞ্জনকে উসকে দিচ্ছে। বার্সাও তাই জার্মান প্লেমেকারকে পেতে আগ্রহী হয়ে উঠেছে।

যদিও মেইল অনলাইন শুক্রবার এক প্রতিবেদনে বলেছে, ওজিলের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব থাকায় কুতিনহোকেই কেনার পক্ষে মেসি।
বার্সাকে তিনি সে পরামর্শই দিয়েছেন। ওজিলকে ছেড়ে দেয়ার বিষয়টি গুজব বলে জানিয়েছে আর্সেনাল বস আর্সেন ওয়েঙ্গার।

স্প্যানিশ মিডিয়ার মতে, ওজিলকে দলে ভেড়ালে প্রতি সপ্তাহে ৩ লাখ ৩০ হাজার পাউন্ড গুনতে হবে কাতালান জায়ান্টদের। হয়তো জানুয়ারিতেই তাকে দেখা যাবে বার্সার বিখ্যাত জার্সিতে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ওজিলকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা !

আপডেট সময় : ১১:৫০:৫১ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে খুশি রাখতে শক্তিশালী দল গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে বার্সেলোনা। এরই মধ্যে চারজনের সংক্ষিপ্ত তালিকাও তৈরি করেছে কাতালান জায়ান্টরা।
এ তালিকায় রয়েছেন আর্সেনালের মেসুত ওজিল, লিভারপুলের ফিলিপ্পে কুতিনহো, অলিম্পিক লিঁওর নাবিল ফেকির ও মোনাকোর থমাস লেমার।

যদিও এতোদিন বার্সায় মেসির ভবিষ্যৎ খানিকটা অনিশ্চিত ছিল। তবে শনিবার ক্লাবটির সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন মেসি। যেখানে তার বাই-আউ ক্লজ ধরা হয়েছে ৭০০ মিলিয়ন ইউরো।

এদিকে চলতি মৌসুম শেষে আর্সেনালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে ওজিলের। নতুন চুক্তি নবায়ন নিয়ে আর্সেনালে কোনো তোড়জোড়ও নেই। এটাই গুঞ্জনকে উসকে দিচ্ছে। বার্সাও তাই জার্মান প্লেমেকারকে পেতে আগ্রহী হয়ে উঠেছে।

যদিও মেইল অনলাইন শুক্রবার এক প্রতিবেদনে বলেছে, ওজিলের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব থাকায় কুতিনহোকেই কেনার পক্ষে মেসি।
বার্সাকে তিনি সে পরামর্শই দিয়েছেন। ওজিলকে ছেড়ে দেয়ার বিষয়টি গুজব বলে জানিয়েছে আর্সেনাল বস আর্সেন ওয়েঙ্গার।

স্প্যানিশ মিডিয়ার মতে, ওজিলকে দলে ভেড়ালে প্রতি সপ্তাহে ৩ লাখ ৩০ হাজার পাউন্ড গুনতে হবে কাতালান জায়ান্টদের। হয়তো জানুয়ারিতেই তাকে দেখা যাবে বার্সার বিখ্যাত জার্সিতে।