পোলান্ডে শপিং মলে ছুরি হামলায় আহত ৮

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০১:২৪ পূর্বাহ্ণ, শনিবার, ২১ অক্টোবর ২০১৭
  • ৭৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পোলান্ডের একটি শপিং মলে ঢুকে ছুরি হাতে এক যুবক এলোপাথাড়ি হামলা চালিয়েছে। শনিবার স্টালওয়া ওয়ালা শহরের একটি শপিং মলে এ ঘটনা ঘটে।
এতে আটজন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শপিংমলে ঢুকে হামলা চালানোর সাথে সাথে ২৭ বছর বয়সী ঐ হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। তবে তার নাম ও পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ঘটনার কারণ জানতে হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এটি সন্ত্রাসী হামলা কিনা এখনো নিশ্চিত করে বলতে পারিনি তারা।

এদিকে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র: ডেইলি মেইল

ট্যাগস :

পোলান্ডে শপিং মলে ছুরি হামলায় আহত ৮

আপডেট সময় : ১১:০১:২৪ পূর্বাহ্ণ, শনিবার, ২১ অক্টোবর ২০১৭

নিউজ ডেস্ক:

পোলান্ডের একটি শপিং মলে ঢুকে ছুরি হাতে এক যুবক এলোপাথাড়ি হামলা চালিয়েছে। শনিবার স্টালওয়া ওয়ালা শহরের একটি শপিং মলে এ ঘটনা ঘটে।
এতে আটজন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শপিংমলে ঢুকে হামলা চালানোর সাথে সাথে ২৭ বছর বয়সী ঐ হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। তবে তার নাম ও পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ঘটনার কারণ জানতে হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এটি সন্ত্রাসী হামলা কিনা এখনো নিশ্চিত করে বলতে পারিনি তারা।

এদিকে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র: ডেইলি মেইল