বিশ্বকাপে ওঠার আশা টিকে রইলো পর্তুগালের !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:০৪:৫১ অপরাহ্ণ, রবিবার, ৮ অক্টোবর ২০১৭
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অ্যান্ডোরাকে হারিয়ে সরাসরি রাশিয়া বিশ্বকাপে ওঠার আশা টিকিয়ে রেখেছে পর্তুগাল। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে গতবারের ইউরো চ্যাম্পিয়নরা।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনালদোকে নামান কোচ ফের্নান্দো সান্তোস। ৬৩তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে বল নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদ তারকা।

এবারের বাছাইপর্বে এই নিয়ে আট ম্যাচে ১৫ গোল করলেন রোনালদো। জাতীয় দলের হয়ে ১৪৫ ম্যাচে এটা তার ৭৯তম গোল।

৮৬তম মিনিটে কাছ থেকে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন এসি মিলানের ফরোয়ার্ড আন্দ্রে সিলভা। নয় ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে পর্তুগাল।

অন্যদিকে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে সুইজারল্যান্ড। হাঙ্গেরিকে ৫-২ গোলে হারিয়ে ২৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে সুইসরা।

আগামী মঙ্গলবার ঘরের মাঠে সুইজারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে পর্তুগাল। সরাসরি বিশ্বকাপে উঠতে ওই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।

ইউরোপ থেকে বাছাইপর্বের নয় গ্রুপের সেরা নয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি সেরা আট রানার্সআপ খেলবে প্লে-অফ। তার মধ্যে থেকে চার দল পাবে রাশিয়া বিশ্বকাপে খেলার টিকেট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে ওঠার আশা টিকে রইলো পর্তুগালের !

আপডেট সময় : ০৭:০৪:৫১ অপরাহ্ণ, রবিবার, ৮ অক্টোবর ২০১৭

নিউজ ডেস্ক:

অ্যান্ডোরাকে হারিয়ে সরাসরি রাশিয়া বিশ্বকাপে ওঠার আশা টিকিয়ে রেখেছে পর্তুগাল। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে গতবারের ইউরো চ্যাম্পিয়নরা।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনালদোকে নামান কোচ ফের্নান্দো সান্তোস। ৬৩তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে বল নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদ তারকা।

এবারের বাছাইপর্বে এই নিয়ে আট ম্যাচে ১৫ গোল করলেন রোনালদো। জাতীয় দলের হয়ে ১৪৫ ম্যাচে এটা তার ৭৯তম গোল।

৮৬তম মিনিটে কাছ থেকে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন এসি মিলানের ফরোয়ার্ড আন্দ্রে সিলভা। নয় ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে পর্তুগাল।

অন্যদিকে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে সুইজারল্যান্ড। হাঙ্গেরিকে ৫-২ গোলে হারিয়ে ২৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে সুইসরা।

আগামী মঙ্গলবার ঘরের মাঠে সুইজারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে পর্তুগাল। সরাসরি বিশ্বকাপে উঠতে ওই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।

ইউরোপ থেকে বাছাইপর্বের নয় গ্রুপের সেরা নয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি সেরা আট রানার্সআপ খেলবে প্লে-অফ। তার মধ্যে থেকে চার দল পাবে রাশিয়া বিশ্বকাপে খেলার টিকেট।