চির বিদায় বিশ্বের প্রবীণতম বিড়াল নাটমেগ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০০:২৫ অপরাহ্ণ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অন্যান্যদের তুলনায় একটু বেশি দিন পৃথিবীতে ছিল সে৷ এই থাকাটাই তৈরি করেছিল বিশ্ব রেকর্ড৷ বিশ্বের কাছে পরিচিত করে তুলেছিল তাকে৷ নাটমেগ হয়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়াল৷ বয়স হয়েছিল ৩২ বছর।

তবে থাকা হল কই৷ পালক বাবা-মা লিজ ও ইআন ফিনলেকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছে তাদের প্রিয় নাটমেগ৷ চারপাশ এখন ফাঁকা ফিনলে দম্পতির৷ ভারাক্রান্ত মন৷ তারা জানিয়েছে, ৩২ বছর আগে প্রথম বাগানে দেখতে পান নাটমেগকে৷ এরপর থেকে তাদের সঙ্গে ছিল সে৷ গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিল নাটমেগ৷ আগস্টের শেষের দিকে তা বিকট রূপ নিয়েছিল৷

স্মৃতিচারণ করতে গিয়ে ফিনলে দম্পতি জানিয়েছে, ৩২ বছর আগে যখন নাটমেগকে পেয়েছিল তখন বাগানে ঘাড়ের সমস্যা নিয়ে পড়ে ছিল সে৷ তাকে বাড়িতে তুলে এনে সেবা করে লালন-পালন শুরু করেছিল ফিনলে দম্পতির৷ মৃত্যুর আগে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী নাটমেগ হয়েছিল বিশ্বের প্রবীণতম বিড়াল ৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চির বিদায় বিশ্বের প্রবীণতম বিড়াল নাটমেগ !

আপডেট সময় : ১২:০০:২৫ অপরাহ্ণ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

অন্যান্যদের তুলনায় একটু বেশি দিন পৃথিবীতে ছিল সে৷ এই থাকাটাই তৈরি করেছিল বিশ্ব রেকর্ড৷ বিশ্বের কাছে পরিচিত করে তুলেছিল তাকে৷ নাটমেগ হয়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়াল৷ বয়স হয়েছিল ৩২ বছর।

তবে থাকা হল কই৷ পালক বাবা-মা লিজ ও ইআন ফিনলেকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছে তাদের প্রিয় নাটমেগ৷ চারপাশ এখন ফাঁকা ফিনলে দম্পতির৷ ভারাক্রান্ত মন৷ তারা জানিয়েছে, ৩২ বছর আগে প্রথম বাগানে দেখতে পান নাটমেগকে৷ এরপর থেকে তাদের সঙ্গে ছিল সে৷ গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিল নাটমেগ৷ আগস্টের শেষের দিকে তা বিকট রূপ নিয়েছিল৷

স্মৃতিচারণ করতে গিয়ে ফিনলে দম্পতি জানিয়েছে, ৩২ বছর আগে যখন নাটমেগকে পেয়েছিল তখন বাগানে ঘাড়ের সমস্যা নিয়ে পড়ে ছিল সে৷ তাকে বাড়িতে তুলে এনে সেবা করে লালন-পালন শুরু করেছিল ফিনলে দম্পতির৷ মৃত্যুর আগে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী নাটমেগ হয়েছিল বিশ্বের প্রবীণতম বিড়াল ৷