‘ইসরাইল নির্মূলে’ সিরিয়া-লেবাননে ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০১:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইরান সরকার ইসরাইলকে নির্মূল করতে সিরিয়া ও লেবাননে ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা স্থাপন করছে বলে অভিযোগ করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার জাতিসংঘ মহাসচিবের ইসরাইল সফরকালে তিনি এ অভিযোগ করে বলেন, ইরান সিরিয়ায় সামরিক শক্তি স্থায়ী করার চেষ্টা করছে।

এটা ইরানের ঘোষিত ‘ইসরাইল নির্মূল’ করার প্রচেষ্টার অংশ। ইরান সরকার সিরিয়া ও লেবাননে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র নির্মাণ করছে। এটা ইসরাইল কখনোই মেনে নেবে না। জাতিংঘেরও এটা কোনোভাবেই মেনে নেয়া উচিৎ হবে না।

তবে জাতিসংঘ মহাসচিবের কাছে নেতানিয়াহুর এ নালিশের ব্যাপারে ইরানের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি।

প্রসঙ্গত, বর্তমানে ইসরাইলের প্রধান শত্রু ইরান। সিরিয়ায় বাসার আল আসাদ সরকারকে টিকিয়ে রাখতে ইরান দীর্ঘদিন সেখানে সামরিক ও অন্যান্য সহায়তা দিয়ে আসছে।

এর আগে, গত বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে স্বাক্ষাতেও নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সিরিয়ায় সামরিক শক্তি বৃদ্ধির অভিযোগ করেন। তবে রাশিয়াও সিরিয়ার বাসার আল আসাদ সরকারকে সমর্থন করছে।

উল্লেখ্য, সিরিয়ার আসাদ সরকারের বিজয়ী হওয়ার সম্ভাবনায় ইসরাইল বেশি শঙ্কিত হয়ে পড়ছে। তাদের ধারণা, আসাদ সরকার বিজয়ী হলে ইরান সেখানে স্থায়ীভাবে সামরিক ঘাঁটি স্থাপন করতে পারে। একইসঙ্গে ইরান লেবাননে হিজবুল্লাহকে সরাসরি সাহায্য দেয়া শুরু করবে বলে আশঙ্কা ইসরাইলের।

সূত্র: রয়টার্স

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘ইসরাইল নির্মূলে’ সিরিয়া-লেবাননে ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা !

আপডেট সময় : ১২:০১:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

ইরান সরকার ইসরাইলকে নির্মূল করতে সিরিয়া ও লেবাননে ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা স্থাপন করছে বলে অভিযোগ করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার জাতিসংঘ মহাসচিবের ইসরাইল সফরকালে তিনি এ অভিযোগ করে বলেন, ইরান সিরিয়ায় সামরিক শক্তি স্থায়ী করার চেষ্টা করছে।

এটা ইরানের ঘোষিত ‘ইসরাইল নির্মূল’ করার প্রচেষ্টার অংশ। ইরান সরকার সিরিয়া ও লেবাননে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র নির্মাণ করছে। এটা ইসরাইল কখনোই মেনে নেবে না। জাতিংঘেরও এটা কোনোভাবেই মেনে নেয়া উচিৎ হবে না।

তবে জাতিসংঘ মহাসচিবের কাছে নেতানিয়াহুর এ নালিশের ব্যাপারে ইরানের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি।

প্রসঙ্গত, বর্তমানে ইসরাইলের প্রধান শত্রু ইরান। সিরিয়ায় বাসার আল আসাদ সরকারকে টিকিয়ে রাখতে ইরান দীর্ঘদিন সেখানে সামরিক ও অন্যান্য সহায়তা দিয়ে আসছে।

এর আগে, গত বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে স্বাক্ষাতেও নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সিরিয়ায় সামরিক শক্তি বৃদ্ধির অভিযোগ করেন। তবে রাশিয়াও সিরিয়ার বাসার আল আসাদ সরকারকে সমর্থন করছে।

উল্লেখ্য, সিরিয়ার আসাদ সরকারের বিজয়ী হওয়ার সম্ভাবনায় ইসরাইল বেশি শঙ্কিত হয়ে পড়ছে। তাদের ধারণা, আসাদ সরকার বিজয়ী হলে ইরান সেখানে স্থায়ীভাবে সামরিক ঘাঁটি স্থাপন করতে পারে। একইসঙ্গে ইরান লেবাননে হিজবুল্লাহকে সরাসরি সাহায্য দেয়া শুরু করবে বলে আশঙ্কা ইসরাইলের।

সূত্র: রয়টার্স