নিউইয়র্কে বাংলাদেশ প্রেসক্লাবের রিভার ক্রুজ ও সেমিনার ২৩ সেপ্টেম্বর !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৭:২৪ অপরাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি-আমেরিকান সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি) এ বছর রিভার ক্রুজের আয়োজন করেছে।

আগামী ২৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নিউইয়র্কের হাডসন ও ইস্ট রিভাবে এই ক্রুজ অনুষ্ঠিত হবে।

ক্রুজ আয়োজনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। গত রবিবার প্রেসক্লাবের কার্যকরী কমিটির নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে কর্মরত সাংবাদিক ও তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিরা রিভার ক্রুজে অংশ নেবেন। ক্রুজ চলাকালীন একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। দেশ ও প্রবাসের গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেবেন। এছাড়াও ক্রুজ আনন্দদায়ক করতে থাকবে জনপ্রিয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া অতিথিদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কারসহ র‌্যাফেল ড্র।

ক্রুজে অংশ নিতে আগ্রহী আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য ও আগ্রহী সাংবাদিকদের ক্লাবের সভাপতি লাবলু আনসার ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত মানহাটানের চারপাশে প্রবাহিত হাডসন ও ইস্ট রিভারে প্রেসক্লাবের এই জাহাজ চলাকালে সকলে প্রত্যক্ষ করবেন ঐতিহাসিক ঘটনাবলীর স্মারক এবং দৃষ্টিনন্দন স্থাপত্য-শিল্প।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে বাংলাদেশ প্রেসক্লাবের রিভার ক্রুজ ও সেমিনার ২৩ সেপ্টেম্বর !

আপডেট সময় : ০১:৫৭:২৪ অপরাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি-আমেরিকান সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি) এ বছর রিভার ক্রুজের আয়োজন করেছে।

আগামী ২৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নিউইয়র্কের হাডসন ও ইস্ট রিভাবে এই ক্রুজ অনুষ্ঠিত হবে।

ক্রুজ আয়োজনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। গত রবিবার প্রেসক্লাবের কার্যকরী কমিটির নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে কর্মরত সাংবাদিক ও তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিরা রিভার ক্রুজে অংশ নেবেন। ক্রুজ চলাকালীন একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। দেশ ও প্রবাসের গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেবেন। এছাড়াও ক্রুজ আনন্দদায়ক করতে থাকবে জনপ্রিয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া অতিথিদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কারসহ র‌্যাফেল ড্র।

ক্রুজে অংশ নিতে আগ্রহী আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য ও আগ্রহী সাংবাদিকদের ক্লাবের সভাপতি লাবলু আনসার ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত মানহাটানের চারপাশে প্রবাহিত হাডসন ও ইস্ট রিভারে প্রেসক্লাবের এই জাহাজ চলাকালে সকলে প্রত্যক্ষ করবেন ঐতিহাসিক ঘটনাবলীর স্মারক এবং দৃষ্টিনন্দন স্থাপত্য-শিল্প।