শিরোনাম :

রাবিতে ককটেল বিস্ফোরণ !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩২:৫৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার দিবাগত রাত ১১টা ও ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম এলাকা ও মাদার বখ্শ হলের ছাদে এ ঘটনা ঘটে।

মাদার বখ্শ হল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে হলের পশ্চিম পাশের ছাদে দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে মাদার বখ্শ হলসহ এর আশেপাশের সোহরাওয়ার্দী, জিয়াউর রহমান, শামসুজ্জোহা ও হবিবুর রহমান হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে হলের ভেতরে ছাত্রলীগ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

শিক্ষার্থীরা জানান, এর আগে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম এলাকায় একটি ককটলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে অনেকেই দাবি করেছেন, এটি মাদার বখ্শ ও জিয়া হলের মাঝামাঝি ফাঁকা জায়গায় বিস্ফোরিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান  জানান, মাদার বখ্শ হলে বুধবার রাতে ককটেল বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। হলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের মানোন্নয়নে হচ্ছে টাস্কফোর্স

রাবিতে ককটেল বিস্ফোরণ !

আপডেট সময় : ০২:৩২:৫৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার দিবাগত রাত ১১টা ও ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম এলাকা ও মাদার বখ্শ হলের ছাদে এ ঘটনা ঘটে।

মাদার বখ্শ হল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে হলের পশ্চিম পাশের ছাদে দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে মাদার বখ্শ হলসহ এর আশেপাশের সোহরাওয়ার্দী, জিয়াউর রহমান, শামসুজ্জোহা ও হবিবুর রহমান হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে হলের ভেতরে ছাত্রলীগ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

শিক্ষার্থীরা জানান, এর আগে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম এলাকায় একটি ককটলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে অনেকেই দাবি করেছেন, এটি মাদার বখ্শ ও জিয়া হলের মাঝামাঝি ফাঁকা জায়গায় বিস্ফোরিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান  জানান, মাদার বখ্শ হলে বুধবার রাতে ককটেল বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। হলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।