শিরোনাম :

চারুকলাকে ‘অবমূল্যায়নের’ প্রতিবাদে রাবিতে মানববন্ধন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪১:২৬ অপরাহ্ণ, বুধবার, ২৩ আগস্ট ২০১৭
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা থেকে চারু ও কারুকলাকে বাদ দেওয়াকে অবমাননা উল্লেখ করে এর প্রতিবাদে মানববন্ধন ও গণসাক্ষর কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে চারুকলা অনুষদ থেকে একটি প্রতিবাদ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে গ্রন্থাগারের সামনে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলা, ইংরেজি, ইতিহাসের মতো আমাদের চারুকলা অনুষদের বিভাগগুলোও গুরুত্বপূর্ণ। বর্তমানে ফ্যাশান ডিজাইন সারাবিশ্বে জনপ্রিয়তার শীর্ষে। অথচ বাংলাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ এ বিষয়গুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। সারা দেশে উচ্চ পর্যায়ে পিএইচডি পর্যন্ত চারুকলা শিক্ষার প্রসার হলেও নিম্ন পর্যায়ে এ শিক্ষাগুলোকে তুলে দেয়া হচ্ছে। এ সিদ্ধান্ত আমাদের চারু ও কারুকলাকে অবমাননাকর।

মানববন্ধনে বক্তব্য দেন- চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুশান্ত কুমার অধিকারী, চারুকলা অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী অনিক, ইমতিয়াজ বুলবুল, সুব্রত ইয়াসমিন প্রমুখ। এসময় শতাধিক শিক্ষার্থী মানববন্ধন ও গণসাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জেএসসি ও এসএসসি পর্যায়ে চারুকলা বিষয় বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জেএসসিতে আগামী শিক্ষাবর্ষ থেকে চারুকলা বিষয়টি বাদ দেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের মানোন্নয়নে হচ্ছে টাস্কফোর্স

চারুকলাকে ‘অবমূল্যায়নের’ প্রতিবাদে রাবিতে মানববন্ধন !

আপডেট সময় : ০৫:৪১:২৬ অপরাহ্ণ, বুধবার, ২৩ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা থেকে চারু ও কারুকলাকে বাদ দেওয়াকে অবমাননা উল্লেখ করে এর প্রতিবাদে মানববন্ধন ও গণসাক্ষর কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে চারুকলা অনুষদ থেকে একটি প্রতিবাদ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে গ্রন্থাগারের সামনে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলা, ইংরেজি, ইতিহাসের মতো আমাদের চারুকলা অনুষদের বিভাগগুলোও গুরুত্বপূর্ণ। বর্তমানে ফ্যাশান ডিজাইন সারাবিশ্বে জনপ্রিয়তার শীর্ষে। অথচ বাংলাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ এ বিষয়গুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। সারা দেশে উচ্চ পর্যায়ে পিএইচডি পর্যন্ত চারুকলা শিক্ষার প্রসার হলেও নিম্ন পর্যায়ে এ শিক্ষাগুলোকে তুলে দেয়া হচ্ছে। এ সিদ্ধান্ত আমাদের চারু ও কারুকলাকে অবমাননাকর।

মানববন্ধনে বক্তব্য দেন- চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুশান্ত কুমার অধিকারী, চারুকলা অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী অনিক, ইমতিয়াজ বুলবুল, সুব্রত ইয়াসমিন প্রমুখ। এসময় শতাধিক শিক্ষার্থী মানববন্ধন ও গণসাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জেএসসি ও এসএসসি পর্যায়ে চারুকলা বিষয় বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জেএসসিতে আগামী শিক্ষাবর্ষ থেকে চারুকলা বিষয়টি বাদ দেওয়া হবে।