ওয়াইল্ড কার্ড নিয়েপ্রথমবার গ্র্যান্ড স্ল্যামে ফিরছেন মারিয়া শারাপোভা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৪:০৭ অপরাহ্ণ, বুধবার, ১৬ আগস্ট ২০১৭
  • ৭৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ডোপিং কাণ্ডে নির্বাসনের পর প্রথমবার গ্র্যান্ড স্ল্যামে ফিরতে চলেছেন মারিয়া শারাপোভা৷ মৌশুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে ওয়াইল্ড কার্ড নিয়ে ফিরছেন মাশা৷

ডোপিং কেলেঙ্কারিতে ১৫ মাসের নির্বাসনে ছিলেন ৫টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই রুশ সুন্দরী৷ ১৪৮ নম্বরে থাকা শারাপোভা ইউএস ওপেনের ওয়ার্ম-আপ টুর্নামেন্ট টরেন্টো ও সিনসিনাটি ওপেন থেকে সরে দাঁড়ান৷

তবে বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা যুক্তরাষ্ট্র ওপেনে ফিরছেন ওয়াইল্ড কার্ড নিয়ে৷ শারাপোভার ঝুলিতে রয়েছে একটি ইউএস ওপেন৷ ২০০৬ সালে জিতেছিলেন তিনি৷ এছাড়া দু’বার উইম্বলডন (২০০৮ ও ২০১৪) এবং দু’বার অস্ট্রেলিয়ান ওপেন (২০১২ ও ২০১৪) জেতেন রুশ তারকা৷

উল্লেখ্য গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে মেলডোনিয়াম নেওয়ায় পজিটিভ পাওয়া যায়৷ মাশাকে নির্বাসিত করে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন৷ চলতি বছর এপ্রিলে নির্বাসন উঠে যায়৷ তারপর ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে গ্র্যান্ড স্ল্যামে ফিরতে চলেছেন শারাপোভা৷

ট্যাগস :

ওয়াইল্ড কার্ড নিয়েপ্রথমবার গ্র্যান্ড স্ল্যামে ফিরছেন মারিয়া শারাপোভা !

আপডেট সময় : ১২:৪৪:০৭ অপরাহ্ণ, বুধবার, ১৬ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

ডোপিং কাণ্ডে নির্বাসনের পর প্রথমবার গ্র্যান্ড স্ল্যামে ফিরতে চলেছেন মারিয়া শারাপোভা৷ মৌশুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে ওয়াইল্ড কার্ড নিয়ে ফিরছেন মাশা৷

ডোপিং কেলেঙ্কারিতে ১৫ মাসের নির্বাসনে ছিলেন ৫টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই রুশ সুন্দরী৷ ১৪৮ নম্বরে থাকা শারাপোভা ইউএস ওপেনের ওয়ার্ম-আপ টুর্নামেন্ট টরেন্টো ও সিনসিনাটি ওপেন থেকে সরে দাঁড়ান৷

তবে বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা যুক্তরাষ্ট্র ওপেনে ফিরছেন ওয়াইল্ড কার্ড নিয়ে৷ শারাপোভার ঝুলিতে রয়েছে একটি ইউএস ওপেন৷ ২০০৬ সালে জিতেছিলেন তিনি৷ এছাড়া দু’বার উইম্বলডন (২০০৮ ও ২০১৪) এবং দু’বার অস্ট্রেলিয়ান ওপেন (২০১২ ও ২০১৪) জেতেন রুশ তারকা৷

উল্লেখ্য গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে মেলডোনিয়াম নেওয়ায় পজিটিভ পাওয়া যায়৷ মাশাকে নির্বাসিত করে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন৷ চলতি বছর এপ্রিলে নির্বাসন উঠে যায়৷ তারপর ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে গ্র্যান্ড স্ল্যামে ফিরতে চলেছেন শারাপোভা৷