নেইমারের অভাব পূরণ করতে বার্সাতে পাউলিনহো !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪২:১৩ অপরাহ্ণ, বুধবার, ১৬ আগস্ট ২০১৭
  • ৭৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নেইমারের অভাব পূরণ করার জন্য মরিয়া বার্সেলোনা। পিএসজিতে নেইমার চলে যাওয়ার পর প্রথম কোন ফুটবলারের সাথে চুক্তি করতে যাচ্ছে বার্সেলোনা।

দলে যোগ দিলেন আরেক ব্রাজিলিয়ান ফুটবলার পাউলিনহো।

জানা গেছে, গুয়াংঝু এভারগ্রান্ডে থেকে তাকে ৪ কোটি ইউরো (‌৩০২ কোটি ৫৩ লক্ষ টাকা)‌ দিয়ে নিয়েছে বার্সা। আগামী বৃহস্পতিবার চার বছরের চুক্তিতে পাউনিলহোকে সই করানো হবে।

উল্লেখ্য ২০১৩ সালে করিন্থিয়ান্স থেকে টটেনহ্যামে সই করেন ব্রাজিলীয় মিডফিল্ডার। এর দু’‌বছর পর তিনি গুয়াংঝুতে চলে যান। ‌‌

ট্যাগস :

নেইমারের অভাব পূরণ করতে বার্সাতে পাউলিনহো !

আপডেট সময় : ১২:৪২:১৩ অপরাহ্ণ, বুধবার, ১৬ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

নেইমারের অভাব পূরণ করার জন্য মরিয়া বার্সেলোনা। পিএসজিতে নেইমার চলে যাওয়ার পর প্রথম কোন ফুটবলারের সাথে চুক্তি করতে যাচ্ছে বার্সেলোনা।

দলে যোগ দিলেন আরেক ব্রাজিলিয়ান ফুটবলার পাউলিনহো।

জানা গেছে, গুয়াংঝু এভারগ্রান্ডে থেকে তাকে ৪ কোটি ইউরো (‌৩০২ কোটি ৫৩ লক্ষ টাকা)‌ দিয়ে নিয়েছে বার্সা। আগামী বৃহস্পতিবার চার বছরের চুক্তিতে পাউনিলহোকে সই করানো হবে।

উল্লেখ্য ২০১৩ সালে করিন্থিয়ান্স থেকে টটেনহ্যামে সই করেন ব্রাজিলীয় মিডফিল্ডার। এর দু’‌বছর পর তিনি গুয়াংঝুতে চলে যান। ‌‌