লঙ্কানদের হারিয়ে ইতিহাস গড়লেন কোহলিরা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:২৭:১৫ অপরাহ্ণ, সোমবার, ১৪ আগস্ট ২০১৭
  • ৭৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচেও লজ্জাজনকভাবে হেরেছে স্বাগতিক শ্রীলঙ্কা। আর এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বিদেশের মাটিতে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করল বিরাট কোহলির দল।

সিরিজের তৃতীয় টেস্টে আজ সোমবার শ্রীলঙ্কাকে ইনিংস ও ১৭১ রানে হারিয়েছে ভারত। ফলে আড়াই দিনেই শেষ হয়ে গেল তৃতীয় টেস্ট। দলের এমন দুর্দান্ত জয়ে বড় অবদান দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেওয়া রবিচন্দ্রন অশ্বিন ও তিন উইকেট নেওয়া মোহাম্মদ শামির। আর প্রথম ইনিংসে সেঞ্চুরি করা দুই ভারতীয় ব্যাটসম্যানের মধ্যে হার্দিক পাণ্ডিয়া হয়েছেন ম্যাচ সেরা। আর সিরিজ হয়েছেন শিখর ধাওয়ান।

রবিবার দ্বিতীয় দিনের শেষে ফলোঅন করতে নেমে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার রান ছিল ১ উইকেটে ১৯। আজ ম্যাচ বাঁচানোর লড়াই ছিল শ্রীলঙ্কার। কিন্তু শুরুতেই দিমুথ করুণারত্নেকে (১৬) ফিরিয়ে দেন অশ্বিন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা স্বাগতিকরা অলআউট হয় ১৮১ রানে। সর্বোচ্চ ৪১ রান আসে নিরোশান ডিকওয়ালার ব্যাট থেকে।

ট্যাগস :

লঙ্কানদের হারিয়ে ইতিহাস গড়লেন কোহলিরা !

আপডেট সময় : ০৫:২৭:১৫ অপরাহ্ণ, সোমবার, ১৪ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচেও লজ্জাজনকভাবে হেরেছে স্বাগতিক শ্রীলঙ্কা। আর এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বিদেশের মাটিতে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করল বিরাট কোহলির দল।

সিরিজের তৃতীয় টেস্টে আজ সোমবার শ্রীলঙ্কাকে ইনিংস ও ১৭১ রানে হারিয়েছে ভারত। ফলে আড়াই দিনেই শেষ হয়ে গেল তৃতীয় টেস্ট। দলের এমন দুর্দান্ত জয়ে বড় অবদান দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেওয়া রবিচন্দ্রন অশ্বিন ও তিন উইকেট নেওয়া মোহাম্মদ শামির। আর প্রথম ইনিংসে সেঞ্চুরি করা দুই ভারতীয় ব্যাটসম্যানের মধ্যে হার্দিক পাণ্ডিয়া হয়েছেন ম্যাচ সেরা। আর সিরিজ হয়েছেন শিখর ধাওয়ান।

রবিবার দ্বিতীয় দিনের শেষে ফলোঅন করতে নেমে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার রান ছিল ১ উইকেটে ১৯। আজ ম্যাচ বাঁচানোর লড়াই ছিল শ্রীলঙ্কার। কিন্তু শুরুতেই দিমুথ করুণারত্নেকে (১৬) ফিরিয়ে দেন অশ্বিন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা স্বাগতিকরা অলআউট হয় ১৮১ রানে। সর্বোচ্চ ৪১ রান আসে নিরোশান ডিকওয়ালার ব্যাট থেকে।