সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল এলাকায় লড়ি চাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
শনিবার (২২ জুলাই) হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সন্ধা সাড়ে ৭টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের গোলকপুর গ্রামের কোরাব আলীর ছেলে সাদ্দাম (৩৫), তার দুই শিশু জিয়াম (৭) ও তামিম (২)। এ ঘটনায় নিহত সাদ্দামের স্ত্রী জলি (৩২) আহত হন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, সন্ধায় তারা হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী একটি লড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই শিশু সহ তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হন নিহত সাদ্দামের স্ত্রী। তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাক, ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার
১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ