ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২১:১৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮ টা ৪০ মিনিটে রাজধানী পিয়ংইয়ং থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পাংহিয়ন এলাকার একটি বিমান ঘাঁটি থেকে জাপান সাগরের দিকে ছোঁড়া হয়।

জাপান সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪০ মিনিট আকাশে উড়েছে এবং এটি সম্ভবত জাপান সাগরের বিশেষ অর্থনৈতিক জোন অঞ্চলে আঘাত হেনেছে।

জাপানের মন্ত্রীপরিষদ সচিব ইয়োশিহিদি সুগা জানিয়েছেন, এ ঘটনায় ওই অঞ্চলে কোনো জাপানি জাহাজ ক্ষমিগ্রস্থ হওয়ার  সংবাদ এখনো পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার ওপর চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ পরীক্ষা চালানো হলো। চলতি বছর এটি উত্তর কোরিয়ার ১১তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া !

আপডেট সময় : ১১:২১:১৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮ টা ৪০ মিনিটে রাজধানী পিয়ংইয়ং থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পাংহিয়ন এলাকার একটি বিমান ঘাঁটি থেকে জাপান সাগরের দিকে ছোঁড়া হয়।

জাপান সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪০ মিনিট আকাশে উড়েছে এবং এটি সম্ভবত জাপান সাগরের বিশেষ অর্থনৈতিক জোন অঞ্চলে আঘাত হেনেছে।

জাপানের মন্ত্রীপরিষদ সচিব ইয়োশিহিদি সুগা জানিয়েছেন, এ ঘটনায় ওই অঞ্চলে কোনো জাপানি জাহাজ ক্ষমিগ্রস্থ হওয়ার  সংবাদ এখনো পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার ওপর চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ পরীক্ষা চালানো হলো। চলতি বছর এটি উত্তর কোরিয়ার ১১তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।